টিডিএন বাংলা ডেস্ক : সারা রাজ্যজুড়ে যখন সবুজ ঝড় চলছে তখন সেই ঝড়ের মাঝেই তাহেরপুরে উড়ল লালঝান্ডা। সারা রাজ্যজুড়ে পুরসভা ভোটে যখন বিপুল ভোটে জয়লাভ করছে তৃণমূল। তখন নদীয়ার তাহেরপুর পুরসভার দখল নিয়ে সবাইকে অবাক করে দিল বামেরা। যদিও এই পুরসভা আগেরবারও বামেদের দখলেই ছিল। এদিন গণনার শুরু থেকেই বামেরা এগিয়ে ছিল সংখ্যাগরিষ্ঠ ওয়ার্ডে। এই পুরসভার মোট ওয়ার্ড ১৩টি। বেলা পৌনে বারোটা পর্যন্ত ৮টি ওয়ার্ডে বিপুল ভোটে জয়ী হয়েছে সিপিএম। অন্যদিকে তৃণমূল এগিয়ে ছিল পাঁচটিতে। অবশেষে ১৩ টি ওয়ার্ডের মধ্যে ১০টি ওয়ার্ডেই জয়ী হলো সিপিএম, বাকি ওয়ার্ডে জয়ী তৃণমূল।
একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রবিবার পুরভোটের দিন রাত্রি বেলা নদিয়া জেলা সিপিএমের এক শীর্ষ নেতা ঘরোয়া আলোচনায় নাকি বলছিলেন, ‘এলাকা যদি একটুও চিনে থাকি, তাহলে লিখে রেখে দাও তাহেরপুর (Taherpur) পুরসভায় আবার আমরা বোর্ড করছি।’ সদ্য যুব আন্দোলন ছাড়া সেই নেতার কথা যেন অক্ষরে অক্ষরে সত্যিই প্রমানিত হল। সারা বাংলায় বিপুল সবুজ ঝড়ের মুখে একমাত্র তাহেরপুরে বামেদের বিজয় তাদের আশা জাগাচ্ছে।
এছাড়া সোশ্যাল মিডিয়াতে সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন, ‘১৩টার মধ্যে ১০টা আসনে জিতে তাহেরপুর পুরবোর্ড দখল করলো বামফ্রন্ট। তাহেরপুরের প্রত্যেক কমরেডকে লাখো লাখো লাল সেলাম।’