টিডিএন বাংলা ডেস্ক: আগামী নভেম্বর মাসে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে প্রার্থীরা হলফনামা দিয়ে ব্যক্তিগত তথ্য জানান নির্বাচন কমিশনকে। তাতে থাকে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সম্পত্তির পরিমাণ, বিবাহ সংক্রান্ত তথ্য, আইকরের হিসেব সহ একাধিক বিষয়। নিয়মমাফিক মিজোরামের প্রার্থীরাও এদিন নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন। সেখানে দেখা গেছে, ১৭২ জন প্রার্থীর মধ্যে ১১২ জন কোটিপতি। মোট ৬৪.৪ শতাংশ কোটিপতি ।
আম আদমি পার্টির (এএপি) রাজ্য সভাপতি অ্যান্ড্রু লালরেমকিমা পাচুয়াও তাঁদের মধ্যে সবচেয়ে ধনী। বর্তমানে ৬৯ কোটি টাকার মালিক তিনি। অন্যদিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড হওয়া হলফনামায় লংটলাই পশ্চিম থেকে বিজেপি মনোনীত জেবি রুয়ালছিঙ্গা তাঁর সম্পদের মূল্য ৯০ কোটি টাকা বলে ঘোষণা দেন। যদিও পরে সেটি ভুল তথ্য বলে সাইট থেকে মুছে ফেলা হয়।
পাশাপাশি ৫৫.৬ কোটি টাকার সম্পত্তি নিয়ে কংগ্রেসের আর ভ্যানলাল্টলুয়াঙ্গা ও জোরাম পিপলস মুভমেন্টের এইচ জিনজালালা (চামফাই উত্তর) ৩৬.৯ কোটি টাকার ঘোষিত সম্পদ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। হলফনামা অনুযায়ী তাদের আয়ের উৎস ব্যবসা। সেরচিপ আসনের স্বতন্ত্র প্রার্থী রামহলুন-এদেনা তালিকায় সবচেয়ে দরিদ্র। সম্পতি মূল্য মাত্র ১৫০০ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে, এমএনএফ মনোনীত প্রার্থী লালরিনেঙ্গা সাইলো (হাচেক) সব থেকে ধনী ছিলেন। তবে উল্লেখযোগ্যভাবে কমেছে। অন্যদিকে মহিলা প্রার্থীরাও কোনও অংশে পিছিয়ে নেয়। কংগ্রেস মনোনীত প্রার্থী মরিয়ম এল. হ্রাংচাল (লুংলেই দক্ষিণ) প্রায় ১৯ কোটি সম্পত্তি নিয়ে মহিলাদের মধ্যে সবচেয়ে ধনী। সূত্র – পুবের কলম পত্রিকা