HighlightNewsরাজ্য

কাল থেকে বৃষ্টি রাজ্যে

টিডিএন বাংলা ডেস্ক : শীতের দুয়ারে পশ্চিমী ঝঞ্ঝার কাটা। এরজেরে শীতকালে অকাল বর্ষণ হতে পারে কলকাতায়। শুধু কলকাতা নয়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সপ্তাহের প্রথম দিনই ভিজবে তিলোত্তমা। টানা শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই বৃষ্টি বলে জানিয়েছে আবহবিদরা। রবিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। নামেই পৌষ মাস। ঠান্ডার কোনও দাপট নেই। বৃষ্টি শুরু হলে তাপমাত্রা আরও বাড়বে। উত্তুরে হাওয়াও কমবে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। তবে বুধবার থেকে কলকাতায় বৃষ্টির তীব্রতা বাড়বে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

১৬ তারিখের পর বৃষ্টি কমবে। আকাশ পরিষ্কার হবে। তারপর উত্তুরে হাওয়া ফের প্রত্যাবর্তন করবে। মনে করছে হাওয়া অফিস।

Related Articles

Back to top button
error: