টিডিএন বাংলা ডেস্ক : ফের নাম বদলের হিড়িক উত্তরপ্রদেশে। ফৈজাবাদ রেল জংশনের নাম এবার থেকে হয়ে গেল অযোধ্যা ক্যান্টনমেন্ট। টুইট করে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
৩ বছর আগে ফৈজাবাদ শহরের নাম রাখা হয়েছিল অযোধ্যা। সামনে নির্বাচন। আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে রাম মন্দিরকে একটা বড় ইস্যু করতে চলেছে গেরুয়া শিবির। কিন্তু এইভাবে নাম বদল করে ইতিহাসের অমর্যাদা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কারণ অযোধ্যার একটা পৌরাণিক গুরুত্ব আছে। তেমনই ফৈজাবাদের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। অযোধ্যার প্রথম নবাব সাদাত আলি খান ফৈজাবাদ প্রতিষ্ঠা করেন। অযোধ্যার নাম না পাল্টে। একইভাবে প্রয়াগের নাম না পাল্টে ইল্লাহবাস (এলাহাবাদ) পত্তন করেছিলেন সম্রাট আকবর। নেতাজির গবেষকদের একাংশের দাবি, গুমনামি বাবা ছদ্মবেশে ফৈজাবাদে ছিলেন সুভাষচন্দ্র বসু। বেগম আখতারের জন্ম এখানেই।
আগে মোগলসরাই স্টেশনের নাম বদলে করা হয় ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়’। এলাহাবাদ হয়ে যায় প্রয়াগরাজ। সরকারি সূত্রের দাবি, শুধু নাম বদল নয়। মন্দিরের আদলে সম্পূর্ণ নতুন করে তৈরি করা হতে পারে ফৈজাবাদ রেল স্টেশন। সূত্রের খবর, আলিগড়ের নাম বদলে হরিগড় এবং আগ্রার বদলে অগ্রবন নাম রাখার প্রস্তাব কেন্দ্রকে দিয়েছে যোগী সরকার।