HighlightNewsদেশ

উত্তেজনার আবহে কাল পুরভোট ত্রিপুরায়, স্পর্শকাতর অধিকাংশ বুথ

টিডিএন বাংলা ডেস্ক : রাত পোহালেই ত্রিপুরায় পুরভোট। ক্ষমতার পালাবদল নাকি ফের বিপ্লব সরকারের প্রত্যাবর্তন? এনিয়ে যখন জোর চর্চা তখনই বড়ো ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। রাজনৈতিক তপ্ত পরিস্থিতিতে সব কেন্দ্রকে স্পর্শকাতর বলে ঘোষণা করল কমিশন।

৩৩৪টি ওয়ার্ডের মধ্যে ১১২ টিতেই আগেই জিতেছিল বিজেপি। বাকি রয়েছে ২২২টি আসন। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভোট শুরু হবে। ভোটগ্রহণপর্ব চলবে ৪টে পর্যন্ত। ভোটগ্রহণ হবে আগরতলা পৌরসভা, ১৩টি পুর পরিষদ ও ৬টি নগর পঞ্চায়েতে। রাজ্যে মোট বুথের সংখ্যা ৬৪৪। ভোট দেবেন ৪ লাখ ৯৩ হাজার ৪১। ভোট গণনা হবে শনিবার। ৬৪৪ টি বুথের মধ্যে ৩৭০টিকে অতি স্পর্শকাতর এবং ২৭৪টি বুথকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ইতিমধ্যেই বিভিন্ন পুরসভার বুথে বুথে পৌঁছে গিয়েছে সিআরপিএফ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনী।

কমিশন সূত্রে খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ মত অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য প্রতিটি বুথে ৫জন করে সশস্ত্র জওয়ান মোতায়েন থাকবেন। স্পর্শ কাতর বুথে থাকবেন ৪ জন জওয়ান।

Related Articles

Back to top button
error: