উলুবেড়িয়ায় নদীবাঁধ সংলগ্ন রাস্তায় ধস, প্রবল আতঙ্কের মধ্যে স্থানীয়রা

টিডিএন বাংলা ডেস্ক : হুগলি নদীর বাঁধ সংলগ্ন রাস্তায় দেখা দিয়েছে বিশাল ফাটল। আর সেই ফাটলা ঘিরেই তীব্র আতঙ্ক তৈরি হল হুগলি নদীবাঁধ লাগোয়া এলাকায়। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকালবেলা হাওড়ার উলুবেড়িয়া পুরসভার বাঁশতলা এলাকায়। ৫০ মিটার রাস্তায় ফাটল দেখা দিয়েছে। এছাড়া শ্যামপুরের পূর্ব বাসুদেবপুর নদী বাঁধের প্রায় দুশো ফুট রাস্তায় ফাটল দেখা যায়। পরে সেখানে ধস নামে। বাঁধের রাস্তায় ধস নামায় আতঙ্কিত এলাকার মানুষ। রাস্তার ধারে যাদের বাড়ি তাঁরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে পৌছয় পুলিশ। বাঁধ মেরামতের দাবিতে গড়চুমুকে উলুবেড়িয়া-শ্যামপুর রোড অবরোধ করে গ্রামবাসীরা। খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। পরে পুলিশ পৌঁছে অবস্থা সামাল দেয়।

ধস নামার খবর পেয়ে তারাতারি এলাকা পরিদর্শন করতে আসেন পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। তিনি এই অবস্থা দেখে দ্রুত নদী বাঁধ সংস্কারে নির্দেশ দিয়েছিলেন। মন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই যুদ্ধকালীন ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ শুরু হয় সেখানে। এদিকে ধস নামার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীককুমার ঘোষ-সহ সেচ দপ্তরের কর্তারা। মহকুমাশাসক শমীককুমার ঘোষ জানান, “ইতিমধ্যে সেচ দপ্তর প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে। দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন। সে জন্য সেচ দপ্তরের পক্ষ থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।” উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান, “বিষয়টির দিকে আমরাও নজর রাখছি। সেচ দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছি।” সেচ দপ্তরের সিজবেড়িয়া বিভাগের কর্তা চন্দ্রশেখর রাপ্তান বলেন, “জগদীশপুরের ফাটল সারাতে আমরা প্রাথমিক কাজ শুরু করে দিয়েছি। পুরো বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশ অনুযায়ী কাজ হবে।”