বিতর্কিত তিন কৃষি আইন কোন প্রক্রিয়ায় বাতিল হবে?

ছবি সৌজন্যে অনিকেত আদসুলের টুইটার পেজ।

টিডিএন বাংলা ডেস্ক : সেপ্টেম্বরে সংসদে ধ্বনি ভোটে পাশ হয়েছিল বিতর্কিত তিন কৃষি বিল। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়। বহু বিতর্কের পর অবশেষে শুক্রবার প্রত্যাহার করা হয় এই আইন। প্রশ্ন হল, প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই কি বাতিল হয়ে গেল বিতর্কিত এই আইন?

বিশেষজ্ঞরা বলছেন, এমনটা ভাবার কোনও কারণ নেই। তিনটি আইন বাতিল করতে হলে সংসদীয় প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হবে কেন্দ্রকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ২৯ নভেম্বর শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশনেই এই আইন প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সংবিধান অনুসারে, কোনও নতুন বিল, আইনে পরিণত করতে হলে সংসদের যতটা ভূমিকা থাকে, তেমনই আইন প্রত্যাহার বা বাতিল করতে হলেও সংসদকে সেই ভূমিকা পালন করতে হয়। সংবিধানের ২৪৫ ধারায় সংসদের আইন বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে। দেশের যে কোনও আইন বাতিল করতে গেলে সেই সংক্রান্ত প্রস্তাবনা পেশ করতে হয় সংসদে।

বিলটি সংসদে পেশ করেন সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রী। বিল পাশের মতোই আইন প্রত্যাহারের ক্ষেত্রেও তা সংসদের উভয়কক্ষে আলোচনা হবে। তারপর ভোটাভুটি হবে। পরে আইন প্রত্যাহারের প্রস্তাব পাশ হলে সেই বিল পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি স্বাক্ষর করলে আইনটি বাতিল হয়। একটি ‘রিপিল বিল’-এর মাধ্যেমেই সংশ্লিষ্ট তিনটি আইন বাতিল করা যেতে পারে। একইসঙ্গে সরকার পক্ষ সকলকে জানাতে পারে সরকার কেন এই তিনটি আইন প্রত্যাহার করতে চাইছে, তার উদ্দেশ্য এবং কারণ কী।