HighlightNewsরাজ্য

আজ কলকাতা বইমেলার উদ্বোধন, প্রকাশিত হবে মমতার ১০টি বই

টিডিএন বাংলা ডেস্ক : আজ কলকাতা বইমেলার উদ্বোধন। দুপুর সাড়ে তিনটের সময় রীতি মেনে মেলার উদ্বোধন করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বইমেলায় তাঁর লেখা নতুন ১০টি বইয়ের উদ্বোধনও হতে চলেছে।

করোনার জেরে চলতি বছর পুস্তক মেলার দিনক্ষণ কিছুটা পিছিয়েছে। সল্টলেকের সেন্ট্রাল পার্কে হচ্ছে এবারের মেলা। এবারের থিম কান্ট্রি বাংলাদেশ। বিদেশি প্রকাশকদের স্টলে হাজির থাকবে ‘পুতিন’-এর রাশিয়া। ইউক্রেন হামলার নিন্দার সরব আমেরিকা, ইংল্যান্ড, জাপানের মতো দেশের প্রকাশকরাও বসবেন এক ছাতার তলায়। বাংলা তথা দেশের বিবিধ ক্ষেত্রের বিশিষ্টদের আমরা হারিয়েছি। তাঁদের প্রতি সম্মান জ্ঞাপনে এবারের বইমেলায় তৈরি হয়েছে বিশেষ ‘শ্রদ্ধার্ঘ্য’ হল। পাশাপাশি সেন্ট্রাল পার্কের মাঠের পাশ দিয়ে তৈরি কংক্রিটের পথকে কেন্দ্র করে তৈরি হয়েছে একাধিক সরণি। সদ্য প্রয়াত শিল্পী কলাকুশলীদের নামে তৈরি হয়েছে এই সরণিগুলি।

করোনা আবহে স্টলগুলির আয়তন কমিয়ে বাড়তি জায়গা বের করা হয়েছে। মেলায় প্রায় ৬০০টি স্টল থাকছে। থাকছে আরও ২২০টি লিটল ম্যাগাজিনের স্টল। থাকছে ৯টি গেট। প্রত্যেকটি গেট বিশিষ্ট ব্যক্তিত্বদের নামে করা হয়েছে। ঋষি অরবিন্দ ঘোষ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্মানে বইমেলায় তৈরি করা হয়েছে বিশেষ দু’টি হল। ১১ এবং ১২ মার্চ আয়োজিত হবে কলকাতা লিটারারি মিট।

Related Articles

Back to top button
error: