টিডিএন বাংলা ডেস্ক : উত্তরপ্রদেশের ভোটের হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। তার আগে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে চাপে ফেলতে, কেন্দ্রীয় এজেন্সিকে মাঠে নামালো বিজেপি। শনিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ ঘনিষ্ঠ ও দলের মুখপাত্র রাজীব রাইয়ের বাড়িতে আইকর হানা দেয়।
সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার ওই নেতার শাহাদাতপুরের বাড়িতে তল্লাশি চলে। রাজীব রাই এই প্রসঙ্গে বলেন, “আয়কর হানার বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক প্রতিহিংসার জন্য এমনটা করেছে যোগী সরকার। আমার কোনও কালো টাকা নেই। আইকর ফাঁকিও দিই না। সাধারণ মানুষের উপকার করি। সেই জন্যই এই তল্লাশি অভিযান চালালো আয়কর দফতর।”
অবশ্য তার আগে অখিলেশ ঘনিষ্ঠ দুই ব্যবসায়ীর বাড়িতে আইকর হানা হয়। অন্যদিকে রাজীবের বাড়িতে যে সময় এই হানাদারি চলছিল, ওই সময় বাড়ির বাইরে ভিড় জমান সপার কর্মী-সমর্থকরা। বছর ঘুরলেই উত্তরপ্রদেশে ভোট। লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশের এই ভোটকে অ্যাসিড টেস্ট হিসাবে দেখছে শাসকদল।