কৃষকদের মন ছুঁতে আখ চাষের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি

টিডিএন বাংলা ডেস্ক : একইদিনে দু-দুটি চমক। মন্ত্রিসভায় চমক দেওয়ার যোগী আদিত্যনাথ সরকার চেষ্টা করলেন কৃষকদের মন জেতার। আখ চাষের ন্যূনতম সহায়কমূল্য বাড়াল যোগী সরকার। আগে এই সহায়ক মূল্য ছিল ৩২৫ টাকা। যা এখন বেড়ে হল ৩৫০ টাকা।

এদিন সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতেই এই খবর দেওয়া হয়েছে। সরকারের দাবি, এরফলে উপকৃত হবে ৪৫ লক্ষ কৃষক।মুখ্যমন্ত্রী জানান, ২০০৭ থেকে ২০১৭ পর্যন্ত আখ চাষের ক্ষেত্রে কোনও সহায়ক মূল্য বাড়ানো হয়নি। এমনকী আগের সরকার বেশ কয়েকজন চাষিদের বিরুদ্ধে বেআইনি মামলা রুজু করে। ক্ষমতার পালাবদলের পর এই মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। পাশাপাশি আখ চাষের ন্যূনতম সহায়কমূল্য বৃদ্ধিরও সিদ্ধান্ত নেওয়া হয়।

চমক এখানেই শেষ নয়। বকেয়া বিদ্যুতের বিলের টাকাও মকুব করার জনদরদী সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। পাশাপাশি বেআইনি কসাইখানা বন্ধ করারও নির্দেশ দিয়েছে তাঁর সরকার। উল্লেখ্য, আখের সহায়ক মূল্য বাড়ানোর দাবি বহুদিনের। এমনকী এই দাবিতে সরব হন কৃষক নেতা টিকায়েতও। সোমবার কৃষকরা ভারত বনধের ডাক দিয়েছে। তার আগেই বড় ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার।