HighlightNewsআন্তর্জাতিকদেশ

ইলন মাস্কের অধীনে টুইটারের ভবিষ্যৎ ‘অন্ধকার’ বলে মন্তব্য করলেন বর্তমান সিইও পরাগ আগরওয়াল

টিডিএন বাংলা ডেস্ক : ইলন মাস্কের হাতে প্রতিষ্ঠানটি বিক্রি করে দেওয়া প্রসঙ্গে টুইটারের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়াল ‘ইলন মাস্কের অধীনে বিশ্বের অন্যতম বৃহৎ এই সামাজিক যোগাযোগমাধ্যমের ভবিষ্যৎ ‘অন্ধকার’’ বলে মন্তব্য করেছেন। টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল কর্মীদের উদ্দেশ্যে টাউন হলে একটি মিটিং-এ বলেন, বিলিয়োনিয়ার ইলন মাস্কের অধীনে সোশ্যাল মিডিয়া জায়ান্ট এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অনিশ্চিত। একইসঙ্গে টুইটারের ভবিষ্যতের কার্যপ্রণালী ব্যহত হবে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এদিন তিনি বলেন, ‘টুইটার এক বার হস্তান্তর হয়ে গেলে আমরা জানি না এই প্ল্যাটফর্মটি কোন দিকে যাবে, কীভাবে কাজ করবে।’

উল্লেখ্য যে, টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতীয় প্রযুক্তিবিদ পরাগ আগরওয়াল। টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসির সমর্থনে গত নভেম্বরে তিনি দায়িত্ব পেয়েছিলেন। সেই সময় ডরসি বলেছিলেন, ‘টুইটারের প্রধান নির্বাহী হিসেবে পরাগের ওপর আমার আস্থা গভীর। আমি তাঁর দক্ষতা, সহৃদয়তা ও আত্মার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। এখন তাঁর নেতৃত্ব দেওয়ার সময়।’

Related Articles

Back to top button
error: