HighlightNewsদেশ

সিএএ, এনআরসি আইন বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের ধর্ণা মঞ্চ ওয়েলফেয়ার পার্টির

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা : সিএএ, এনআরসি, এনপিআর (CAA, NRC, NPR) আইনকে সাংবিধান বিরোধী, মানবতা বিরোধী, অমানবিক ও সাম্প্রদায়িক আখ্যা দিয়ে এই আইন বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্নামঞ্চ শুরু করলো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে এই ধর্নামঞ্চটি শুরু করা হয়েছে তমলুক ব্লকের উত্তর সোনামুই ইসলামিক স্টাডি সেন্টার অফিস সংলগ্ন ময়দানে। আজ ১০ ই জানুয়ারী এই ধর্ণা মঞ্চের সূচনা করেন ওই পার্টির রাজ্য সভাপতি শ্রী মনসা সেন মহাশয়।

এছাড়া এদিনের ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান, জেলা সম্পাদক সেক আমেনুল ইসলাম, জেলা কোষাধক্ষ মীর্জা রবিউল ইসলাম, ব্লক সভাপতি আয়াতুল্লা খান সহ অন্যান্য নেতৃত্ব।

উল্লেখ্য যে, এই সিএএ, এনআরসি, এনপিআর আইনের বিরুদ্ধে সারা দেশ জুড়ে প্রবল আন্দোলন শুরু হয়েছিল। সেই সময় ওয়েলফেয়ার পার্টি একই ভাবে দেশের বিভিন্ন স্থানে অনির্দিষ্টকালের জন্য ধর্ণা মঞ্চ শুরু করেছিল। কিন্তু করোনা অতিমারির কারণে সেই আন্দোলন স্তিমিত হয়ে পড়ে। আবারও সেই আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে এই দলটি।

Related Articles

Back to top button
error: