টিডিএন বাংলা ডেস্ক : ওয়ার্ল্ড হ্যাপিনেস পরিসংখ্যান অনুযায়ী সুখি দেশের তালিকায় ভারতের স্থান হয়েছে ১৩৬ নম্বরে! আর সেই পরিসংখ্যান সামনে আসতেই কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ভারতের মানুষের ‘সুখ’-এর এই করুন অবস্থার কারণে সরকারকে ব্যাঙ্গ করে রাহুল গান্ধী আশা প্রকাশ করেন, সুখি দেশের তালিকায় ভারত ১৩৬ নম্বরে থাকলেও এই সরকারের আমলে ‘ঘৃণা ও ক্রোধের’ নিরিখে ভারত হবে বিশ্ব সেরা। তাঁর ভাষায়, “খিদের র্যাঙ্ক: ১০, স্বাধীনতার র্যাঙ্ক: ১১৯, সুখের র্যাঙ্ক: ১৩৬। কিন্তু, আমরা শীঘ্রই ঘৃণা এবং ক্রোধের তালিকায় শীর্ষে উঠে যেতে পারি!”
ইউনাইটেড নেশনস সাসটেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক প্রতিবছর ওয়ার্ল্ড হ্যাপিনেস পরিসংখ্যান প্রকাশ করে। মূলত সুস্থতার অনুভূতি, মাথাপিছু জিডিপি, সামাজিক সহায়তা ব্যবস্থা, আয়ু, উদারতা, জীবনের পছন্দ এবং উপলব্ধি করার স্বাধীনতা, দুর্নীতি, ইত্যাদি মাপকাঠির ভিত্তিতে তালিকটি তৈরি করা হয়। বিশ্বের মোট ১৫০ টি দেশের ওপর এই সমীক্ষা চালানো হয়। আর সেই তালিকাতে কিনা ভারতের স্থান হয়েছে ১৩৬ নম্বরে! অর্থাৎ প্রায় শেষ প্রান্তে। এই কারণেই এটিকে সরকারের ব্যার্থতা বলে সরব হয়েছেন বিরোধীরা। যদিও গতবছরের তুলনায় এই বছর সুখে রয়েছেন ভারতীয়রা! কারণ গত বছর ভারত এই তালিকায় ১৩৯ তম স্থানে ছিল। এবার তিন ধাপ উঠে এসে ১৩৬ তম স্থানে রয়েছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস পরিসংখ্যান অনুযায়ী সুখি দেশের তালিকায় এ বছর শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। এরপর আছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, সুইডেন, নরওয়ে, ইসরাইল এবং নিউজিল্যান্ড।