ফের শ্রীলঙ্কাকে সাহায্যের হাত, ৪০ হাজার টন পেট্রোল পাঠাল ভারত

টিডিএন বাংলা ডেস্ক: ঋণে জর্জরিত শ্রীলঙ্কার দিকে ফের সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। শ্রীলংকার রাজনৈতিক পট পরিবর্তন হলেও এখনো পরিবর্তন হয়নি পরিস্থিতির। খাদ্য, পানীয় জল এবং অর্থনৈতিক ব্যবস্থার বিপর্যয়ে জর্জরিত ভারতের প্রতিবেশী শ্রীলংকা। এই পরিস্থিতিতে এর আগেও ভারত প্রায় ৪০ হাজার মেট্রিক টন ডিজেল পাঠিয়েছিল শ্রীলঙ্কায়। এবার ভারতের তরফ থেকে আরও ৪০ হাজার টন পেট্রোল পাঠানো হলো শ্রীলঙ্কায়।
শুধু পেট্রোল পাঠিয়েই নয়। গত মাসে ভারত শ্রীলংকাকে জ্বালানি আমদানিতেও সহায়তা করেছে। অতিরিক্ত ৫০০ মিলিয়ন ডলার ক্রেডিট লাইন প্রসারিত করেছে শ্রীলঙ্কাকে।
শনিবার ভারতীয় হাইকমিশন একটি টুইট বার্তায় জানিয়েছে, প্রতিশ্রুতি পূরণ হয়েছে। ভারতীয় সহায়তায় সোমবার প্রায় ৪০ হাজার টন পেট্রোল কলম্বো পৌঁছেছে।
এদিকে পেট্রোল এবং ডিজেলের ঘাটতির পরিপ্রেক্ষিতে শ্রীলংকার সরকার তার অপ্রয়োজনীয় কর্মচারীদের বাড়িতে থাকতে বলেছে। পরিবহন জ্বালানির এতটাই অভাব যে বাড়ি থেকে সংসদে পৌছতে পারছেন না বলে সাংসদরা স্পিকারের কাছে তাদের হোটেলে থাকার ব্যবস্থা করতে বলেছেন। শুধু তাই নয়, সে দেশের বিভিন্ন সংবাদপত্রে উঠে আসা চিত্র অনুযায়ী সম্প্রতি পেট্রোলের অভাবে এক অসুস্থ শিশুকে যথাসময়ে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে শিশুটির মৃত্যু হয়।
অন্যদিকে, শ্রীলঙ্কাকে ঋণ সুবিধার অধীনে ৪০ হাজার টন পেট্রোল সরবরাহ করা ভারতেও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে নাভিশ্বাস উঠছে সাধারন জনগনের। সেই আবহে সম্প্রতি কেন্দ্র উৎপাদন শুল্ক কমিয়ে দেওয়ায় বাজারে পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি এক ধাক্কায় যথাক্রমে ৯ টাকা ও ৭ টাকা কমে গিয়েছে। তবে এতে আদতে আম জনতার কোন সুরাহা হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিরোধীরা। ডিলার মহল সূত্রে জানা গিয়েছে, কলকাতায় পেট্রোলের দাম রবিবার থেকে লিটারে ৭৯ পয়সা বেড়েছে। কেন্দ্র শুল্ক ছাড়ার আগে ৬১.৩২ টাকা থাকলেও বর্তমানে মূল্য দাঁড়িয়েছে ৬২.১১টাকা। শুল্ক কমানো ফলে যতটা কম দামে ক্রেতাদের জ্বালানি পাওয়ার কথা ছিল তা তাঁরা পাচ্ছেন না। যদিও অতি সামান্য হলেও দাম কমেছে ডিজেলের। কলকাতায় আগে লিটার প্রতি ডিজেলের দাম ছিল ৬১.৬০ টাকা। এখন সেটা কমে হয়েছে লিটারে ৬১.৫৭ টাকা। কমেছে ডিলারদের কমিশনও। পেট্রোলে ৩.৬০ টাকা থেকে কমে তা এখন ৩.৫২ টাকা। ডিজেলে ২.২৫ টাকা থেকে কমে হয়েছে ২.২৪ টাকা। যার ফলে, মঙ্গলবারও কলকাতার পেট্রোল পাম্পে তেলের দাম অপরিবর্তিত রয়েছে। পেট্রোল লিটার পিছু ১০৬.০৩ টাকা এবং ডিজেল ৯২.৭৬ টাকায় বিক্রি হচ্ছে।