২০১৪ সালে স্বাধীন হয়েছে ভারত! মন্তব্য কঙ্গনার, পাল্টা তোপ বরুণের

টিডিএন বাংলা ডেস্ক : ফের বিতর্কিত মন্তব্য পদ্মশ্রী কঙ্গনা রানাউত। এবার সরাসরি দেশের স্বাধীনতা নিয়ে বেফাঁস কথা বলেছেন তিনি। পাল্টা সমালোচনা করেছেন বিজেপি নেতা তথা সাংসদ বরুণ গান্ধিও।

কী বলেছেন বলিউড ডিভা? সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘২০১৪ সালে ভারত প্রকৃত স্বাধীনতা পেয়েছে। ১৯৪৭-এ যেটা পেয়েছিল সেটা ভিক্ষা।’ উল্লেখ্য মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় এসেছিল ২০১৪ সালে। সেই পরিপ্রেক্ষিতেই কঙ্গনার এই মত। এই মন্তব্যের পরেই বলিউডের কুইনের সমালোচনায় সরব তাঁর সহকর্মীদের একাংশ। কঙ্গনার বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধি। পিলভিটের তিন বারের সাংসদের প্রশ্ন, ‘অভিনেত্রী যেটা বলেছেন সেটা পাগলের প্রলাপ না দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা?’

কঙ্গনার ওই বিতর্কিত মন্তব্যে ছেয়ে গেছে টুইটার-ফেসবুক। নেটিজেনরা তীব্র নিন্দা করছেন কঙ্গনার মানসিকতার। আম আদমি পার্টির নেত্রী প্রীতি শর্মা মেনন কঙ্গনার বিরুদ্ধে মুম্বই পুলিশে অভিযোগ দায়ের করেন। নেত্রীর দাবি, উস্কানিমূলক ও দেশবিরোধী মন্তব্য করেছেন কঙ্গনা। কঙ্গনার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৫০৫, এবং ১২৪এ ধারায় মামলা রুজু করার আবেদন জানিয়েছেন মেনন।