টিডিএন বাংলা ডেস্ক: পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী গতকাল বুধবার শরদ পাওয়ারের বাড়িতে অনুষ্ঠিত হয়ে গেল ‘ইন্ডিয়া’ জোটের কো- অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক হয়েছে। আর সেই বৈঠকে দেশ জুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, জাত ভিত্তিক সেনসাস, দুর্নীতি ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে যৌথ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে ‘ইন্ডিয়া’ জোটের সমস্ত শরিক দলগুলো। কিন্তু এই বৈঠকে সামিল হতে পারেননি কো- অর্ডিনেশন কমিটির অন্যতম সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ সেই সময়ে ইডির দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন তিনি।
এই বৈঠকে কো অর্ডিনেশন কমিটি ‘ইন্ডিয়া’ জোটের জোট শরিকদের মধ্যে আসন সমঝোতা নিয়ে প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। খুব শীঘ্রই সদস্য দলগুলি নিজেদের মধ্যে আলোচনায় বসবে। কমিটি সিদ্ধান্ত নিয়েছে যৌথ পাবলিক মিটিং দেশের বিভিন্ন জায়গায় করা হবে। এদিন ঠিক হয়েছে মিডিয়া সাব গ্রুপের সিদ্ধান্ত অনুযায়ী বাছাই কৃত অ্য়াঙ্করদের অনুষ্ঠানে ইন্ডিয়া গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বিশেষ করে যারা মোদী সরকার ঘেঁসা হিসেবে পরিচিত তাদের বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মিটিংয়েই জাতিগত জনগণনার প্রসঙ্গ নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।