ইতিহাসে প্রথমবার ভারত অর্থনৈতিক মন্দার শিকার, মোদী ভারতের শক্তিকে তার দুর্বলতায় পরিণত করেছে: রাহুল গান্ধী

Rahul Gandhi
Screenshot taken from twitter account of Rahul Gandhi

টিডিএন বাংলা ডেস্ক: দেশের অর্থনৈতিক মন্দা নিয়ে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। তিনি একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন উল্লেখ করেছেন যেখানে বলা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হিসেব অনুযায়ী, ২০২০-২১ অর্থ বর্ষের প্রথম অর্ধেকেই ইতিহাসে প্রথমবার ভারত অর্থনৈতিক মন্দার শিকার হয়েছে। এই প্রতিবেদনের উল্লেখ করে একটি টুইট করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লেখেন,”ইতিহাসে প্রথমবার ভারত অর্থনৈতিক মন্দার শিকার হয়েছে। মোদির সিদ্ধান্ত ভারতের শক্তিকে তার দুর্বলতায় পর্যবসিত করে দিয়েছে।”

প্রসঙ্গত, ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী চলতি অর্থনৈতিক বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসে দেশের সকল দেশজ উৎপাদন বা জিডিপি গত বছরের তুলনায় প্রায় ৮.৬ শতাংশ হ্রাস হবার অনুমান করা হয়েছে। এভাবে লাগাতার দুটি ত্রৈমাসিকে জিডিপি হ্রাস হবার সাথে সাথেই দেশ প্রথমবারের জন্য অর্থনৈতিক মন্দার শিকার হয়েছে।

করোনা সংক্রমণ এবং লকডাউনের প্রভাবে প্রথম ত্রৈমাসিকে জিডিপিতে ২৩.৯ শতাংশ হ্রাস হয়েছিল। দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপির সরকারি পরিসংখ্যান এখনো প্রকাশিত না হলেও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমান অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বর মাসে ৮.৬ শতাংশ হ্রাস হবে। বুধবার আর বি আই এর একটি মাসিক বুলেটিনে এই অনুমানের বিষয়টি প্রকাশিত হয়। প্রথমে আরবিআই অনুমান করে যে চলতি আর্থিক বর্ষে জিডিপিতে ৯.৫ শতাংশ হ্রাস হতে পারে। আরবিআইএর গবেষক পঙ্কজ কুমারের তৈরি করা একটি রিপোর্ট অনুযায়ী, ২০০০-২১-এর প্রথমার্ধে ভারত ইতিহাসে প্রথমবারের মতো প্রযুক্তিগতভাবে অর্থনৈতিক মন্দার শিকার হয়েছে।