HighlightNewsদেশ

“ভারত হিন্দুদের এবং এখানে সনাতনরা বেঁচে থাকবেন”, ফের বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞার

টিডিএন বাংলা ডেস্ক: বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে থাকেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা। শুক্রবারও ফের এমনই এক বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। ভোপালে বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর বলেন, এই ভারত হিন্দুদের এবং সনাতনরা এখানে বেঁচে থাকবে। একে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব এবং আমরা রাখব। তিনি আরো বলেন, হিন্দু আইনজীবী নেতা কমলেশ তিওয়ারি কিছু বললে তাঁকে হত্যা করা হয়। অন্য কেউ কিছু বললে তাঁকে হুমকি দেওয়া হয়। কিছু বিধর্মী আমাদের দেব-দেবীদের নিয়ে গালাগালি, ফিল্ম বানিয়ে তাদের মানসিকতা প্রকাশ করে।

উল্লেখ্য, দু’দিন আগেই জ্ঞানবাপী মসজিদ চত্বরের সমীক্ষার নির্দেশ প্রদানকারী বিচারককে হুমকির চিঠি পাঠায় একটি ইসলামিক সংগঠন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসলামি আগজ আন্দোলনের নামে একটি হুমকি চিঠি পোস্ট করে পাঠানো হয়ঞ বিচারক রবি কুমার দিবাকরের কাছে। বিচারক রবি কুমার দিবাকর ওই চিঠি প্রসঙ্গে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান,নতুন দিল্লির ইসলামিক আগজ আন্দোলনের নামে একটি নিবন্ধিত চিঠি তাঁর কাছে এসেছে। ওই চিঠিতে লেখা আছে, এখন বিচারকরাও গেরুয়া রঙে রঞ্জিত হয়ে উঠেছেন। হিন্দু ও তাদের সকল সংগঠনকে খুশি করার জন্য চরমপন্থীরা এই রায় দিয়েছে। এর পর ওই চিঠিতে দোষ চাপানো হয়েছে বিভক্ত ভারতের মুসলমানদের ওপর।

চিঠিতে আরও দাবি করা হয়েছে, “আজকাল বিচার বিভাগীয় কর্মকর্তারা বাতাসের অভিমুখ দেখে রায় দিচ্ছেন। আপনি একটি বিবৃতি দিয়েছেন যে জ্ঞানবাপী মসজিদ চত্বর পরিদর্শন একটি স্বাভাবিক প্রক্রিয়া। আপনিও একজন পৌত্তলিক। মসজিদকে মন্দির ঘোষণা করবেন। কোন কাফের মুসলমান একজন পৌত্তলিক হিন্দু বিচারকের কাছ থেকে সঠিক সিদ্ধান্ত আশা করতে পারে না।” এই ঘটনার পরপরই সাধ্বী প্রজ্ঞার এহেন মন্তব্য ফের বিতর্ক উস্কে দিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Back to top button
error: