ওআইসি’র ৫ দেশকে নিয়ে আফগানিস্তান বিষয়ক সম্মেলন ভারতের

টিডিএন বাংলা ডেস্ক : ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র ডাকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যখন ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আফগানিস্তানের মানবিক সংকট সমাধানের জন্য বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ঠিক তখনই ভারতের উদ্যোগে পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিবেশী মধ্য এশিয়ার পাঁচটি দেশ কাজাখস্তান, কিরঘিজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্টিত হয়ে গেল।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই বৈঠক উপস্থিত পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্যে মন্তব্য করেন, “আফগানিস্তানে একটি ব্যাপকভিত্তিক সরকার গঠন, কোনো প্রতিবন্ধকতা ছাড়াই দেশটিতে মানবিক ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা এবং মানবাধিকার- এই তিনটি বিষয় হচ্ছে আফগানিস্তানকে নিয়ে এই মুহূর্তে ভারতের উদ্বেগের প্রধান কারণ।” তিনি দাবি করেন, ‘আফগানিস্তান নিয়ে মধ্য এশিয়ার দেশগুলোর দুশ্চিন্তার সঙ্গে নয়াদিল্লির উদ্বেগের মিল রয়েছে।’

তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই পাঁচ দেশও ওআইসি’র সদস্য। কিন্তু তাদের পররাষ্ট্রমন্ত্রীরা সেই সম্মেলনে না গিয়ে ভারতের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ায় কৌতূহল দেখা দিয়েছে। প্রসঙ্গত, ২০১২ সাল থেকেই আফগানিস্তানে কাজের সুবিধার জন্য কাজাখস্তান, কিরঘিজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের সঙ্গে ভারত সুসম্পর্ক বজায় রেখে চলছে। এছাড়া ভারত সরকার এই দেশগুলিকে ‘সম্প্রসারিত প্রতিবেশী দেশ’ ঘোষণা করেছিল। তালিবান ক্ষমতায় আসার ফলে আফগানিস্তানে পাকিস্তান ও চীনের প্রভাব বৃদ্ধি পাবে বলে আশংকা করছে ভারত।