ভারত হিন্দুদের দেশ, ফের বিতর্কিত মন্তব্য হিমন্তর

টিডিএন বাংলা ডেস্ক : ফের বেলাগাম মন্তব্য করে বসলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বুধবার এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘ভারত হিন্দুদের দেশ। এদেশে সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত।’

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হিমন্ত আরও বলেন, ”১৯৪৭ সালে ইন্ডিয়া শব্দটি এসেছে। কিন্তু তার আগে ৭ হাজার বছর আমরা হিন্দু হিসাবে পরিচিত ছিলাম। আমি সভ্যতায় বিশ্বাস করি। আর আমি বিশ্বাস করি আমাদের সভ্যতা হিন্দু সভ্যতা।” তিনি চান, সব মাদ্রাসা বন্ধ করে সেখানে মেডিক্যাল কলেজ, ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হোক। এর অবশ্য একটি অদ্ভুত যুক্তি দিয়েছেন হিমন্ত। তিনি মনে করেন, মাদ্রাসায় মোল্লা তৈরি হয়।ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ডাক্তার কিংবা দার্শনিক তৈরি হয়। তাঁর কথায়, আমি যদি মাদ্রাসা এলাকায় গিয়ে বলি আপনাদের সন্তানদের আমি মোল্লা নয় বরং ডাক্তার করতে চাই। তাহলে তাঁদের খুশি হওয়া উচিৎ।

উল্লেখ্য, ২০২০ সালেই অসমে সরকারি সাহায্যে চলা সমস্ত মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করার প্রস্তাব অনুমোদন করল রাজ্য মন্ত্রিসভা। সেই সময় হিমন্ত বিশ্ব শর্মা জানান, অসমে রাজ্য সরকার পরিচালিত মাদ্রাসার সংখ্যা ৬১০। এগুলির জন্য সরকারের খরচ হয় বছরে ২৬০ কোটি টাকা। তিনি বলেন, অসমের রাজ্য মাদ্রাসা শিক্ষা বোর্ডও ভেঙে ফেলা হবে। সরকার পরিচালিত সমস্ত মাদ্রাসা হাই স্কুলে রূপান্তরিত হবে। বর্তমান পড়ুয়াদের সেখানে সাধারণ শিক্ষার্থী হিসেবে নতুন করে ভর্তি হতে হবে।