রাশিয়া, ইউক্রেন এবং রেড ক্রসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলো ভারত

টিডিএন বাংলা ডেস্ক: ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যে ভারতীয় নাগরিকদের নিরাপদে ইউক্রেনের বিভিন্ন শহর থেকে ভারতে ফিরিয়ে নিয়ে আসতে পারার জন্য ইউক্রেন, রাশিয়া এবং রেডক্রসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে ভারত। শুক্রবার সকালে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর একটি ট্যুইট করে বলেন, ইউক্রেনের উত্তর পূর্ব শহর সুমি থেকে ভারতীয় ছাত্রদের সরিয়ে আনা একটি বেশ চ্যালেঞ্জিং বিষয় ছিল। একইসঙ্গে, তিনি ইউক্রেনের প্রতিবেশী দেশ রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং মলদোভা -কে “অপারেশন গঙ্গা” মিশনের অধীনে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে তাদের “অসাধারণ সমর্থন”-এর জন্য ধন্যবাদ জানান।

 

 

তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে পরিচালিত অপারেশন গঙ্গা নেতৃত্ব এবং প্রতিশ্রুতি উভয় কারণেই সমাদৃত হয়েছে। যারা এর উদ্দেশ্যগুলিকে সহজতর করেছে আমরা তাদের সকলকে ধন্যবাদ জানাই।” এই উদ্ধারকার্যের সফলতার জন্য ইউক্রেন এবং রাশিয়ার পাশাপাশি তিনি রেড ক্রসের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।