HighlightNewsদেশ

বিট কয়েন নিষিদ্ধ করতে বিল আনতে চলেছে ভারত, নিজস্ব ক্রিপ্টোকরেন্সির প্রস্তুতিতে দেশ

টিডিএন বাংলা ডেস্ক: ২০১৯ সালের জুলাই মাসেই ভারতে বিটকয়েন-সহ সমস্ত ক্রিপ্টোকারেন্সির লেনদেন বন্ধ করে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। একটি নির্দেশিকা পাঠিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আরবিআই জানিয়ে দিয়েছিল ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করে এমন কোনো অ্যাপে টাকা ট্রান্সফার করতে পারবেনা কোনো ব্যাংক। এর ফলে সরাসরি ক্রিপ্টোকারেন্সি ভারতে নিষিদ্ধ না হলেও এর লেনদেন বন্ধ হয়ে যায়। তবে এবার সরাসরি আইনি পথে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার ভারতের নিষিদ্ধ করতে বিল আনার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র। এ প্রসঙ্গে কেন্দ্রের আনা বিলে বিটকয়েনের ব্যবহার প্রমাণিত হলে ফৌজদারি অপরাধের ধারাও যুক্ত করা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে এই বিল। তারপর সংসদে পেশ করলে তা আইনে পরিণত হবে। এদিকে এইখবর প্রকাশ্যে আসতেই বিশ্ববাজারে উচ্চতা থেকে প্রায় ৫ শতাংশেরও বেশি দাম নেমে গেছে বিটকয়েনের।

অন্যদিকে জানা গেছে ২০১৯-এ বিটকয়েনের ব্যবহার নিষিদ্ধ করার সময় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে দেশীয় ক্রিপ্টোকারেন্সি তৈরীর ভাবনাচিন্তা শুরু করেছিল সেই প্রক্রিয়া আরো বেশ খানিকটা অগ্রসর হয়েছে। তবে ভারতের এই নিজস্ব ক্রিপ্টোকারেন্সি বিশ্ববাজারে প্রতিযোগিতায় কতটা সাফল্য পাবে বা বিনিয়োগকারীরা এই ক্রিপ্টোকারেন্সির ওপর কতটা আস্থা রাখতে পারবেন তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞদের একটি বড় অংশ।

 

 

 

Related Articles

Back to top button
error: