টিডিএন বাংলা ডেস্ক: জি-৭ বৈঠকের অতিথি তালিকা থেকে বাদ পড়তে পারে ভারত। আগামী জুন মাসে ওই বৈঠক হওয়ার কথা। জানা গিয়েছে, ওই বৈঠকেই অতিথি তালিকা থেকে বাদ রাখা হতে পারে ভারতকে। শুধু তাই নয়, এর পেছনে রাশিয়ার সঙ্গে ভারতের সখ্যতাই হয়ে থাকতে পারে মূল কারণ। জানা গেছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো একত্রে রাশিয়াকে দোষারোপ করলেও প্রকাশ্যে রাশিয়ার বিরুদ্ধে কোনও মন্তব্য করেনি ভারত। বরং “দেশের স্বার্থে” রাশিয়ার কাছ থেকে সস্তায় জ্বালানি তেল কিনতে আগ্রহ দেখিয়েছে ভারত। এমনকি রাশিয়ার জন্য “অর্থ বাজার”-ও খুলে দিয়েছে ভারত। যদিও পরোক্ষে যুদ্ধ থামানোর পক্ষেই বার্তা দিয়েছে দিল্লি। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ জার্মানি, এবারের বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানানো হবে কিনা, তা নিয়ে ভাবনা চিন্তা করছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, আগামী জুনে জার্মানির মিউনিখের বাভারিয়ায় এই বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, জার্মানি চাইছে সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়াকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানাতে। তবে, ভারতকে আমন্ত্রণ জানানো হবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত সংশয় রয়েছে জার্মানির।
উল্লেখ্য, আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার ওপরে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তখন ভারত রাশিয়া থেকে তেল এবং অস্ত্র কেনার বিষয় অব্যাহত রেখেছে। যদিও রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদ থেকে রাশিয়াকে বরখাস্ত করার প্রস্তাবে ভোট দানের ক্ষেত্রে বিরত থেকে ভারত নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছে। কিন্তু তাতেও সন্তুষ্ট নয় জার্মানি। তাই জি-সেভেন বৈঠকে ভারতকে আহ্বান জানানোর বিষয় নিয়ে এখনো পর্যন্ত দ্বিধাগ্রস্ত রয়েছে তারা। জানা গিয়েছে, জার্মানির এহেন মনোভাব মোটেও মেনে নেয়নি ইউক্রেন ও পোল্যান্ড। প্রসঙ্গত, এখনও প্রাকৃতিক শক্তির বিষয়ে রাশিয়ার ওপরেই নির্ভরশীল জার্মানি। যদিও বার্লিনের যুক্তি, ইতিমধ্যেই তাঁরা রাশিয়ার ওপরে তাঁদের নির্ভরশীলতা কমাতে উদ্যোগী হয়েছেন।