HighlightNewsদেশ

জাত ভিত্তিক আদমশুমারি সহ একাধিক দাবিতে ভারত বন্ধ ‘বামসেফ’-এর

টিডিএন বাংলা ডেস্ক: ইতিপূর্বে জাত ভিত্তিক আদমশুমারির দাবিতে সরব হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী, বিরোধী দল সহ অনেকেই। এবার সেই জাত ভিত্তিক আদমশুমারি সহ একাধিক দাবি জানিয়ে বুধবার অর্থাৎ আজ দেশ জুড়ে ভারত বন্ধের ডাক দিল অনগ্রসর এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কর্মচারী ফেডারেশন ‘বামসেফ’ (বিএএমসিইএফ)। এই ভারত বন্ধকে সফল করতে ‘বামসেফ’-এর কর্মীবাহীনি সর্বাত্তক প্রচেষ্টা শুরু করেছে। সেই উপলক্ষে তারা এই বন্ধকে সফল করতে সকলের সাহায্য ও সমর্থন দাবি করেছেন।

‘বামসেফ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই ভারত বন্ধের মূল উদ্দেশ্য জাত ভিত্তিক আদমশুমারির দাবি আদায় করা হলেও এছাড়াও তারা আরও একাধিক দাবিতে সরব হবেন। তাদের অন্যান্য দাবিগুলি হল- নির্বাচনে ইভিএম ব্যবহার না করা, জাত গণনা, বেসরকারী ক্ষেত্রে এসসি, এসটি এবং ওবিসিকে সংরক্ষণ প্রদান, কৃষকদের এমএসপি গ্যারান্টি দেওয়া এবং সিএএ এবং এনআরসি বাস্তবায়ন না করার দাবি ইত্যাদি। প্রসঙ্গত, ইতিমধ্যেই অনেক রাজ্য থেকে এ বিষয়ে দাবি জানানো হলেও এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

‘বামসেফ’ (বিএএমসিইএফ)-এর সভাপতি বামন মেশরাম বলেছেন, “আমাদের ভারত বন্ধ আন্দোলনকে রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা, ভারত মুক্তি মোর্চা, বহুজন মুক্তি মোর্চা এবং আরও অনেক সংগঠন সমর্থন করেছে।” যদিও, সারা দেশে ‘বামসেফ’-এর বিশাল ভিত্তি না থাকায় ভারত বন্ধ কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত কোনো বড় রাজনৈতিক দল এই ভারত বন্ধকে সমর্থন করার কোনো ঘোষণা করেনি।

Related Articles

Back to top button
error: