Highlightআন্তর্জাতিক

ফিলিস্তিনে ইসরায়েলি বসতির নিন্দা জানিয়ে জাতিসংঘে তোলা প্রস্তাবে সমর্থন ভারতের

টিডিএন বাংলা ডেস্ক : পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড এবং অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলের বসতি কার্যক্রমের নিন্দা জানিয়ে জাতিসংঘের একটি প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছে ভারত।

গত বৃহস্পতিবার ওই ভোট অনুষ্ঠিত হয় বলে জানায় এনডিটিভি। যে সাতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। ১৮টি দেশ ভোট দান থেকে বিরত থেকেছে।

তবে গাজা ঘিরে চলা ইসরায়েল-হামাস লড়াইয়ে ‘অবিলম্বে একটি বিশ্বাসযোগ্য ও টেকসই মানবিক যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে সপ্তাহখানে আগে তোলা জাতিসংঘের আরেকটি প্রস্তাবে ভোট দান থেকে বিরত ছিল ভারত।

ওই প্রস্তাবে ভারতের ভোটদান থেকে বিরত থাকার কারণ ব্যাখ্যায় নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তারা পিটিআইকে বলেন, ভারত গাজার মানবিক সঙ্কট নিয়ে উদ্বিগ্ন, কিন্তু এটাও বিশ্বাস করে যে সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ক্ষোভ প্রকাশ করা যাবে না।

“ইউএনজিএ-র রেজ্যুলেশনে ৭ অক্টোবরের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কোনো সুস্পষ্ট নিন্দা অন্তর্ভুক্ত করা হয়নি। মূল রেজুলেশনে ভোটের আগে এই দিকটি অন্তর্ভুক্ত করার জন্য একটি সংশোধনী প্রস্তাব আনা হয়েছিল।”

ভারত ওই সংশোধনীর পক্ষে ভোট দিয়েছে। সংশোধনী প্রস্তাবের পক্ষে ৮৮ ভোট পড়লেও প্রস্তাব পাসের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যায়নি।

ওই কর্মকর্তা বলেন, “চূড়ান্ত রেজ্যুলেশনে আমাদের উত্থাপন করা সব উপাদান অন্তর্ভুক্ত না হওয়ায় আমরা ভোট দান থেকে বিরত ছিলাম।”

ফিলিস্তিনি ও গাজা প্রসঙ্গে ভোটে দিল্লির অবস্থানের বিষয়ে ভারতের উপ-স্থায়ী প্রতিনিধি ইওজনা প্যাটেল বলেন, “যাদের জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে তাদের নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা অবিলম্বে বিনাশর্তে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। মানবিক এই সংকটের সমাধান করা প্রয়োজন। এ উত্তেজনা হ্রাস এবং গাজার বাসিন্দাদের জন্য মানবিক ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। এই প্রচেষ্টায় ভারতের অবদানও আছে।

“ভারত সর্বদাই আলোচনার মাধ্যমে ইসরায়েল-ফিলিস্তিন সংকটের একটি দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করে। যা ইসরায়েলের সাথে শান্তিতে পাশাপাশি নিরাপদ ও স্বীকৃত সীমান্তের মধ্যে বসবাসকারী একটি সার্বভৌম, স্বাধীন এবং কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে পরিচালিত করবে।”

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলাকে ‘সন্ত্রাসীদের’ কার্যক্রম বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ইসরায়েলের প্রতি তাদের দ্ব্যর্থহীন সমর্থনের কথাও স্পষ্টভাবেই জানিয়েছে।

একই ইস্যুতে কয়েকদিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, “ফিলিস্তিনের একটি সার্বভৌম, স্বাধীন, এবং কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে সরাসরি আলোচনার পক্ষে সবসময় ভারত।”

Related Articles

Back to top button
error: