আন্তর্জাতিক

কন্দহরে উত্তপ্ত পরিস্থিতির কারণে আফগানিস্তান থেকে কূটনীতিবিদ ও জওয়ানদের ফিরিয়ে আনল ভারত

টিডিএন বাংলা ডেস্ক : আফগানিস্তানের কান্দাহারে তালেবান ও জঙ্গিগোষ্ঠী লস্কর ই- তৈবার সঙ্গে আফগান বাহিনীর সংঘর্ষ প্রতিনিয়ত বাড়ছে। এই অবস্থায় কন্দাহর থেকে প্রায় ৫০ জন ভারতীয় কূটনীতিবিদ ও নিরাপত্তারক্ষীদের বার করে নিয়ে এল নয়াদিল্লি। ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে করে তাঁদের ফিরিয়ে আনা হয়েছে।

শনিবার ভারত জানিয়েছে, এই মুহূর্তে কাবুল, কন্দহর ও মাজার-ই-শরিফে ভারতীয় দূতাবাস বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কাজ শুরু হবে। যদিও আফগানিস্তানের তরফে জানানো হয়েছিল, এই সংঘর্ষের ফলে ভারতীয় কূটনীতিবিদদের যাতে কোনও সমস্যা না হয় সে দিকে সব রকমের নজর রাখা হচ্ছে।

আফগানিস্তানের দক্ষিণে কন্দহর ও হেলমন্দ এলাকায় তালিবানি জঙ্গিদের সঙ্গে প্রায় সাত হাজার লস্কর জঙ্গি যোগ দিয়েছে। তার ফলে সংঘর্ষ বেড়েই চলেছে।

আফগান সেনার তরফে জানানো হয়েছে, শুক্রবার কন্দহর শহরে প্রবেশ করে জঙ্গিরা। তার পরে বেশ কয়েকটি জায়গা নিজেদের দখলে নিয়ে নেয় তারা।

আফগান সেনার তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত সংঘর্ষে ৭০ জন তালিবানি জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের হাতে বন্দি প্রায় দু’হাজার পরিবারকে মুক্ত করে সুরক্ষিত স্থানে নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছে তারা।
আফগানিস্তানের ইতিমধ্যে ৮৫ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে তালিবানরাই। প্রায় দুই দশক ধরে লড়াই চলার পর, এখন মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিদেশি সবকটি সেনাবাহিনী আফগানিস্তানের মাটি থেকে সরে যাচ্ছে। ফলে, আফগানিস্তানে আরও অনেক নতুন এলাকার নিয়ন্ত্রণ তালিবানদের হাতে চলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: