অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ থেকে বাদ পড়লেন করোনায় আক্রান্ত ভারতীয় বোলার মহম্মদ শামি

গ্রাফিক: সামিম উদ্দিন

টিডিএন বাংলা ডেস্ক: শনিবার কোভিড-১৯ টেস্টে ভারতীয় বোলার মহম্মদ শামির রিপোর্ট পজিটিভ এসেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ থেকে বাদ পড়েছেন তিনি। এদিকে, ২০ সেপ্টেম্বর মোহালিতে টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই ম্যাচেই প্রত্যাবর্তন করার কথা ছিল শামির। এর আগে চলতি বছরের এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পাননি তিনি। তবে, দীর্ঘদিন পর দলে ফিরছেন শামি।