রাজ্য

চিনের দখলে ভারতের জমি, বিস্ফোরক অভিযোগ পদ্ম সাংসদের

টিডিএন বাংলা ডেস্ক : গোগরা পোস্ট থেকে আস্তে আস্তে সরে আসবে ভারত ও চিনের সেনা। শুক্রবার এমনই সিদ্ধান্ত হয়েছিল দুই দেশের সেনা বাহিনীর মধ্যে কমান্ডোর স্তরের বৈঠকের পর। ৪ ও ৫ আগস্ট সেনা প্রত্যাহার হয়েছে। এমনই দাবি ভারত সরকারের। পেট্রোলিং পয়েন্ট ১৭ এ আগামী দিনে পাহারার স্থান হিসেবে বিবেচনা হবে না। এরপরই বেঁকে বসেছেন বিজেপি রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তার প্রশ্ন, সুকৌশলে চিন কি ভারতের জমি তাহলে দখল করে নিয়েছে?

স্বামীর আরও প্রশ্ন, মোদি সরকার কি ভারতের নিজস্ব ভূমি থেকে সরে এসেছে? মোদি সরকার উত্তর দিক। সবই যদি সমাধান হয়ে যায় তাহলে দেপসাং এলাকা এখনও কারা দখল করে আছে? সেখান থেকে চিন কি সরে গিয়েছে? আমরা জানি সরেনি। মানে ভারতের জমি চিন দখল করে রাখছে। আর ভারত নিজেদের জমি ছেড়ে দিল। সাংসদের দাবি, মোদি সরকার সবার আগে একটি শ্বেতপত্র প্রকাশ করে জানান যে, জিনপিং ও মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে কী আলোচনা হয়েছে? মোদি তার নিজের ঘোষণা করা বক্তব্য আগে প্রত্যাহার করুন।

কী ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী? নমো দাবি করেছিলেন, কেউ আসেনি। কেউ যায়নি। মানে পূর্ব লাদাখের সীমান্ত ও প্রকৃত নিয়ন্ত্রণ পেরিয়ে চিন আসেনি। ভারতও যায়নি। এই বক্তব্য মোদিকে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন সাংসদ। স্বামীর আরও দাবি, মোদি এখনই চিনকে আগ্রাসনকারী হিসেবে ঘোষণা করুন। প্রত্যাঘাতের হুমকি দিন। সাংসদের কথায়, আর কতদিন এভাবে সেনা প্রত্যাহারের খবর শোনানো হবে? দেপসাং থেকে চিনা সেনা সরেনি বলে বিস্ফোরক দাবি করেছেন সুব্রহ্মণ্যম স্বামী।

Related Articles

Back to top button
error: