টিডিএন বাংলা ডেস্কঃ বিজয়ওয়াড়া থেকে দুভাড়া স্টেশন পর্যন্ত ১৭৬ বগির একটি সর্ব বৃহৎ রেল চালিয়ে রেকর্ড তৈরি করল ভারতীয় রেল। রেল কর্তৃপক্ষের দাবি এটি ভারতের মধ্যে সবচেয়ে বড় মালগাড়ি। তিনটি মালগাড়ির বগিগুলি একসঙ্গে জুড়ে এই সুবৃহৎ মালগাড়িটি তৈরী করা হয়েছে, তাই এর নামকরণ করা হয়েছে ‘ত্রিশূল’। আমরা জানি স্বাভাবিকভাবেই মালগাড়ি অনেকটা দৈত্যাকার হয়। যার বগিগুলি গণনা করা অনেকটাই কঠিন হয়ে পড়ে। তার উপরে বিশাল দৈত্যাকার তিনটি ট্রেনের বগি এক সঙ্গে মিলিত হওয়ায় তা আরও বিশাল আকার ধারণ করেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে শ্রম, কর্মীবাহিনী ও সময় বাঁচাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ বিজয়ওয়াড়া থেকে বিশাখাপত্তনমের এই রুটে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেনের খুবই চাপ থাকে। ফলে প্রায়ই মাল গাড়ি গুলিকে দীর্ঘক্ষন ধরে বিভিন্ন স্থানে দাঁড় করিয়ে রাখতে হয়। তাছাড়া এতে সময় লাগে অনেক বেশি। তাই দ্রুত অল্প কর্মী দিয়ে কাজ চালাতেই এই উদ্দোগ। জানা গিয়েছে এই মালগাড়িটি ঘন্টায় প্রায় ৫০ কিমি. গতিতে চলতে সক্ষম।