টিডিএন বাংলা ডেস্ক: শ্বাস রুদ্ধকর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চাঁদের মাটিতে পা রাখল ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-৩। আজ বুধবার চাঁদের দেশের দক্ষিণ মেরুতে নামল চন্দ্রযান। আর এই দুঃসাধ্য শাধনের মধ্য দিয়ে মহাকাশে ইতিহাস সৃষ্টি করল ভারত। আর মহাকাশে ইতিহাস সৃষ্টির সেই দৃশ্য সরাসরি লাইভে দেখল বিশ্ববাসী। শুধু ইসরোর ইউটিউব চ্যানেলেই প্রায় ৮০ লক্ষ লোক একই সঙ্গে সেই লাইভ দেখেছে। তবে এই চাঁদের মাটিতে অবতরণটি চন্দ্রযান-৩-এর জন্য মোটেও সহজ ছিল না। শেষ ২০ মিনিট নিয়ে ইসরোর আশঙ্কার অন্ত ছিল না। চরম উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে দেখা যায় ইসরোর কর্তাদের।
কিন্তু সমস্তটাই পরিকল্পনা মাফিক হওয়ায় চাঁদে সফটল্যান্ডিং করল ল্যান্ডার বিক্রম। আর সেই সঙ্গে আনন্দে প্রায় আত্মহারা হয়ে পড়েন ইসরোর কর্মকর্তা ও কর্মীরা। সেই সঙ্গে আনন্দে মেতে উঠেছেন ভারতীয়রা। বিদেশের মাটিতে বসে সেই দৃশ্য দেখেন ভারতের প্রধানমন্ত্রীও। এবার ল্যান্ডারের পেট থেকে আজানা দেশের খবর সংগ্রহে বেরিয়ে পড়বে রোভার প্রজ্ঞান। ঠিক কি কি জানা যাবে তা জানতে ভারতীয়দের পাশাপাশি মুখি আছে সারা বিশ্ব।
উল্লেখ্য যে, গত ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছিল তৃতীয় চন্দ্রযান। ইসরোর মহাবলী মার্ক-৩ রকেটে চেপে কক্ষপথে পাড়ি দেয় মহাকাশ যানটি। ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটারের যাত্রাপথে প্রতিটি ধাপ সে সফলভাবে পেরিয়েছে। ৫ আগস্ট চাঁদের কক্ষপথে পৌঁছয় চন্দ্রযান। ১৯ আগস্ট মূল যান থেকে বিচ্ছিন্ন হয়ে চন্দ্রপৃষ্ঠের দিকে রওনা দেয় ল্যান্ডার বিক্রম।