দেশ

ভারতবাসীর আশাভঙ্গ! পেট্রোল-ডিজেলে মিলল না সুরাহা

টিডিএন বাংলা ডেস্ক : ভারতবাসীর আশাভঙ্গ। আপাতত জিএসটির আওতায় আসছে না পেট্রোল-ডিজেল। ফলে দাম কমার আপাতত কোনও সম্ভাবনাই নেই। শুক্রবার জিএসটি কাউন্সিলের বৈঠকে কেরল, কর্নাটক, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যের পক্ষ থেকে তরল সোনাকে জিএসটি’র আওতায় আনার বিরোধিতা করা হয়। যার ফলে পেট্রোপণ্যের দাম কমানোর সম্ভাবনা থমকে গেল।

জিএসটি কাউন্সিলের বৈঠকে পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনার প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কিন্তু তাঁর বিরোধিতা করে বেশ কয়েকটি রাজ্য। বাদ পড়েনি খোদ বিজেপি শাসিত রাজ্যেগুলিও। ৪৫তম জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে এদিন সংবাদমাধ্যমকে নির্মলা জানিয়েছেন, করোনার সঙ্গে সম্পর্ক না থাকলেও বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দামি ওষুধে জিএসটি ছাড় দেওয়া হয়েছে। ‘Zolgensma’ ও ‘Viltepso’ এমনই দু’টি ওষুধ। একইসঙ্গে, ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত করোনার ওষুধে কর ছাড় দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

অর্থনীতিবিদরা বলছেন, পেট্রোপণ্যে রাজ্যের তুলনায় বেশি কর পায় কেন্দ্র। জিএসটির আওতায় এলে রাজ্যের লভ্যাংশ আরও কমবে। ২০১৭ সালে যখন জিএসটি চালু হল, তখন মূলত রাজ্যগুলির আপত্তিতেই পেট্রোপণ্যকে এর অন্তর্ভুক্ত করা হয়নি।

Related Articles

Back to top button
error: