বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের নিম্নমুখী অবস্থান, অবৈজ্ঞানিক আখ্যা দিল্লির

ফাইল ছবি

টিডিএন বাংলা ডেস্ক : বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের অবস্থান আরও নেমেছে। ১১৬টি দেশের তালিকায় ভারতের অবস্থান ১০১ নম্বরে। তাৎপর্যপূর্ণভাবে ভারতকে এবার পিছনে ফেলে দিয়েছে নেপাল, পাকিস্তান এবং এমনকী বাংলাদেশও। যদিও এই তালিকার বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলল কেন্দ্র। তালিকা তৈরিতে পদ্ধতিগত ত্রুটি উল্লেখ করে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক।

এই ইস্যুতে কেন্দ্রের তরফে একটি বিবৃতি পেশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, বিশ্ব ক্ষুধা সূচকের ২০২১ এর রিপোর্ট দেখে অবাক। ভারতকে তালিকার পেছনে রাখা হয়েছে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) এর অনুমতিক্রমে এই তালিকা। ফাও-এর অনুমানের ভিত্তিতে অপুষ্টির নিচে থাকা জনসংখ্যা বিচার্য হয়েছে। এই ধরনের কাজগুলি সবদিক নজর রেখে করা দরকার। এই তালিকার কোনও বাস্তব ভিত্তি নেই। এমনকী এটি পদ্ধতিগত ত্রুটিপূর্ণ।

যে সংস্থা এই রিপোর্ট তৈরি করেছে, তাদের রিপোর্ট প্রকাশের আগে আরও বেশি করে সচেতন হওয়া উচিত বলে মনে করে দিল্লি। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ফাও যে পদ্ধতিতে রিপোর্ট তৈরি করে তা অবৈজ্ঞানিক। তাদের পর্যবেক্ষণ হয় চারটি প্রশ্নের উপর ভিত্তি করে। গলআপ এই ওপিনিয়ন পোলের আয়োজন করে টেলিফোনের মাধ্যমে। এর মাধ্যমে কখনই কোনও দেশের ক্ষুধা সূচক নির্ধারিত হতে পারে না বলে মনে করে কেন্দ্র। সরকার তার দেশবাসীকে সবদিক থেকে সুরক্ষিত করতে চেষ্টা করছে। এই অবস্থায় এই ধরনের রিপোর্ট সরকারকে অবহেলা করার সামিল। এমনই জানিয়েছে কেন্দ্র।