যুদ্ধবিধ্বস্ত ইজরাইলে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে ‘অপারেশন অজয়’ নামে বিশেষ অপারেশন ভারতের
টিডিএন বাংলা ডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত ইজরাইলে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে ‘অপারেশন অজয়’ নামে বিশেষ অপারেশন শুরু করেছে ভারত সরকার। গতকাল বুধবার এক্স হ্যান্ডলে একথা ঘোষণা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রীর এই ঘোষণার পরপরই বুধবার রাতে ইজরাইলের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, গত কয়েকদিনের যুদ্ধ পরিস্থিতির জেরে অনেক নাগরিকই দেশে ফিরতে চেয়ে দূতাবাসে আবেদন করেছেন। ইতিমধ্যে সেখানে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া চালু হয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল সকালই ইজরায়েলের উদ্দেশে রওনা দেবে ভারতের একটি বিশেষ বিমান। ফিরিয়ে আনা হবে দেশে। তারপর ধাপে ধাপে সকলকেই ভারতে ফেরানো হবে।
উল্লেখ্য যে, গত প্রায় পাঁচদিন ধরেই ভয়াবহ যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে। ফিলিস্তিনের নিরাপরাধ মানুষদের উপর দীর্ঘ প্রায় ১০০ বছর ধরে চলা ইসরাইলের নির্মম নির্যাতন, অত্যাচার ও ফিলিস্তিনের ভূমী জবরদখলের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ গাজার শাসক দল হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ঐতিহাসিক ও আকস্মিক আক্রমণের বিধ্বস্ত হয়েছে ইজরাইল। এরপর ২ দেশের মধ্যে রীতিমত শুরু হয়েছে এক অসম ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধে এখনও পর্যন্ত প্রায় ১৩০০ বা তারও বেশি ইসরাইলি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে প্রায় ৩-৪ হাজার মানুষ। অন্যদিকে ইসরাইলের হামলায় গাজাতে প্রায় ১২০০ নাগরিক নিহত ও প্রায় ৪ হাজার নাগরিক আহত হয়েছেন।
এদিকে এই ঘটনায় ইসরাইলে প্রায় ১৮,০০০ ভারতীয় নাগরিক আটকে পড়েছেন যারা বিভিন্ন সময়ে সেখানে পৌঁছে ছিল। যউদ্ধ শুরু হতেই ওই সমস্ত ভারতীয়রা দেশে ফিরতে চেয়ে ভারত সরকারের কাছে আবেদন জানাতে থাকে। ভারত সরকারের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয় অবিলম্বে তাদের দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করবে তারা।