টিডিএন বাংলা ডেস্ক: মধ্যপ্রদেশে বিধানসভা ভোট আসন্ন, আর তারই আগে ‘ইন্ডিয়া’ জোটে দেখা দিল ভাঙনের ইঙ্গিত! মূলত আসন বণ্টন করাকে কেন্দ্র করে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটে বেসুরো হয়ে উঠেছেন সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ সিংহ। সমাজবাদী পার্টির অভিযোগ, কংগ্রেস তাদের ছ’টি আসন দেওয়ার কথা বলেও প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। শেষ পর্যন্ত ১৮টি কেন্দ্রে পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি।
এমতাবস্থায় সমাজমাধ্যমে একটি পোস্ট করে অখিলেশের লেখেন, ‘২০২৪ সালের লোকসভা ভোটে হতে চলেছে ‘পিডিএ-র বিপ্লব’।’ পিডিএ, অর্থাৎ পিছড়ে (অনগ্রসর), দলিত এবং অল্পসংখ্যক বা সংখ্যালঘু। আগামী ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন।