টিডিএন বাংলা ডেস্ক: দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদের জন্য ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর নাম অনুমোদন করেছে এনডিএ। ওড়িশার ময়ূরভঞ্জের বাসিন্দা দ্রৌপদী মুর্মু ঝাড়খণ্ডের প্রথম আদিবাসী মহিলা রাজ্যপাল হয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকের পর মুর্মুর নাম সম্মত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ দলের সমস্ত বড় নেতারা।
বৈঠকের পরে, একটি সাংবাদিক সম্মেলন করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, বৈঠকে ২০ টি নাম নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়, রাষ্ট্রপতি পদপ্রার্থীর জন্য এবার পূর্ব ভারতের একজন দলিত মহিলাকে বেছে নেওয়া হবে। এর পরই মুর্মুর নাম অনুমোদন করা হয়।
প্রসঙ্গত, ৬৪ বছর বয়সী দ্রৌপদী মুর্মু ঝাড়খণ্ডের নবম রাজ্যপাল ছিলেন। এর আগে ওড়িশার রায়রংপুর থেকে বিধায়ক হয়েছেন। তিনিই প্রথম ওড়িয়া নেতা যাকে রাজ্যপাল করা হয়েছে। এর আগে, ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বিজেপি-বিজেডি জোট সরকারের মন্ত্রীও ছিলেন।
অন্যদিকে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেতা যশবন্ত সিনহাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে বেছে নিয়েছে বিরোধীরা৷ এদিনই তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন যশোবন্ত সিনহা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এপ্রসঙ্গে একটি ইঙ্গিতবাহী পোস্ট করে যশোবন্ত স্পষ্ট করেন তিনি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। এদিন এনসিপি প্রধান শরদ পাওয়ার নয়াদিল্লিতে বিরোধীদের সভায় বলেন, আমরা ২৭ জুন সকাল ১১:৩০টায় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিতে যাচ্ছি।
উল্লেখ্য, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ জুন থেকে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ জুন। যদি নির্বাচন করার প্রয়োজন হয়, তবে সেই নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে ১৮ জুলাই এবং ফলাফল প্রকাশিত হবে ২১ জুলাই।