HighlightNewsদেশ

ইন্দো-চিন সীমান্ত দ্বন্দ্ব! সেনা সরানোর দাবি ভারতের

টিডিএন বাংলা ডেস্ক : ভারত-চিন সীমান্ত দ্বন্দ্ব মিটল না। দু’পক্ষের মধ্যে ১৩তম রাউন্ডের কমান্ডার-স্তরের আলোচনা কার্যত নিষ্ফলা।সোমবার ভারতীয় সেনাবাহিনীর তরফেই এই ইঙ্গিত মিলেছে। তবে সূত্রের খবর, চিনের সঙ্গে রবিবারের বৈঠকে হট স্প্রিং এবং ৯০০ কিলোমিটার দীর্ঘ ডেপসাং প্রভৃতি এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে ভারত।

দুপক্ষের আলোচনায় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্ট্যান্ডঅফ সমাধানের জন্য অচলাবস্থা কাটাতে চিনের তরফে সদর্থক ভূমিকা দেখা যায়নি বলেই জানাল ভারতীয় সেনাবাহিনী। রবিবার সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত বৈঠক হয়। এর আগে সেনা পর্যায়ের বৈঠক হয়েছিল মাস দুয়েক আগে। কমান্ডার পর্যায়ের বৈঠকের পর গোগরা থেকে সেনা সরাতে রাজি হয় দুপক্ষ। কিন্তু পূর্ব লাদাখের একটা বড় অংশ জুড়ে চিন এখনও সেনা রেখে দিয়েছে। এমনই অভিযোগ জানায় ভারত। সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, ‘বৈঠকে চিন গঠনমূলক পরামর্শ দিলেও নানা প্রশ্নে সম্মতির ব্যাপারে তাদের ভূমিকা সদর্থক ছিল না। তারা কোনও দূরদর্শী প্রস্তাবও দিতে পারেনি।’ যদিও প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্থিতাবস্থা বজায় রাখতে দু’তরফেই যাবতীয় পদক্ষেপের আশ্বাস মিলেছে।

গত কয়েক সপ্তাহে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গতিবিধি বাড়িয়েছে চিন। এমনকী অরুণাচল প্রদেশের তাওয়াঙে দিন কয়েক আগেই চিন ও ভারতীয় সেনাবাহিনী পেট্রোলিংয়ের সময় মুখোমুখি এসে যায়। সেই সময় দু’পক্ষের মধ্যে হাতাহাতি-ধাক্কাধাক্কির পরিস্থিতিও তৈরি হয়েছিল। এছাড়াও উত্তরাখণ্ডের বারাহোতিতে গত অগাস্ট মাসে চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে গিয়েছিল। একটি অনুষ্ঠানেও একথা জানিয়েছিলেন সেনাপ্রধান এমএম নারাভানে। তিনি জানিয়ছিলেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে পাপাপাকিভাবে থাকার জন্য নির্মাণকাজ চালাচ্ছে চিন। বিষয়টি উদ্বেগজনক বলেও মন্তব্য করেছিলেন সেনাপ্রধান নারাভানে। অন্যদিকে প্রায় ১৭ মাস টানাপোড়েন চলার পরে ফেব্রুয়ারিতে লাদাখের প্যাংগং সেক্টর থেকে দুটি দেশই সেনা সরিয়ে নিতে সম্মত হয়। তারপরে দফায় দফায় বৈঠক হলেও পূর্ব লাদাখের এলএসি সমস্যা মেটেনি। লাদাখ থিয়েটারে এখনও দু’দেশের ৫০-৫০ হাজার সেটা রয়েছে বলে সূত্রের খবর।

Related Articles

Back to top button
error: