জ্বালাময়ী জ্বালানি! উৎসবের মরসুমে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

নিজস্ব ছবি

টিডিএন বাংলা ডেস্ক : কাশফুলের বনে আজ বিষাদের সুর। উৎসবের শেষ রাত। আবার এক বছরের অপেক্ষা। মন খারাপের নবমীতে আনন্দ চেটেপুটে উপভোগ করতে প্রস্তুত বাঙালি। কিন্তু মহানবমীর সকালেই এল দুঃসংবাদ। ফের উদ্বেগ বাড়িয়ে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। গাড়ি চড়ে ঘুরে বেরোনোর খরচ আরও বাড়িয়ে পেট্রোলের দাম বেড়েছে ৩৫ পয়সা। পুজোর আনন্দে আরও বেশি করে জল ঢালার কাজে প্রতিযোগিতায় পিছিয়ে নেই ডিজেলও।

ষষ্ঠীর পর মহানবমীতে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। বৃহস্পতিবার দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হলো ১০৪ টাকা ৭৯ পয়সা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৩.৫২ টাকা। মুম্বইতে পেট্রোল-ডিজেলের দাম যথাক্রমে ১১০.৭৫ ও ১০১.৪০ টাকা। কলকাতায় এক লিটার পেট্রোল কিনতে খরচ পড়বে ১০৫.৪৩ টাকা। আর ডিজেল পড়বে ৯৬.৬৩ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০২.১০টাকা। ডিজেলের দাম ৯৭.৯৩ টাকা।

পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে কেন্দ্রের মোদি সরকারকে একহাত নিয়েছে বিরোধীরা। অন্যান্য ক্ষেত্রে তেলের চড়া দামের প্রভাব মানুষের জীবনকে আরও ভয়ঙ্কর করে তুলবে। লাগাতার এভাবে মূল্যবৃদ্ধির জেরে ক্ষুব্ধ সাধারণ মানুষও। পরিবহণ খরচ মাত্রা ছাড়াচ্ছে। সবথেকে জ্বালা সাধারণ মানুষের। কারণ খাদ্যপণ্য সহ নিত্যপ্রয়োজনীয় সবকিছু আরও আগুন হবে। তবু কর কমানো নিয়ে সরকারের কোনও হেলদোল নেই। প্রশ্ন উঠছে জরুরি জিনিসে এত বেশি খরচ হলে, অপরিহার্য নয় এমন পণ্য কি করে কিনবে লোকে? উৎসবে চাহিদা কিছুটা ছন্দে ফিরেছে। এই অবস্থায় শিল্পমহল আশার আলো দেখলেও পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে সংশ্লিষ্ট মহল উদ্বিগ্ন।