বিজেপি নেতা সহ সাত মাদক পাচারকারীদের বেকসুর আদালতের, মুখ্যমন্ত্রীকে পদক ফেরালেন মহিলা পুলিশ অফিসার

টিডিএন বাংলা ডেস্ক: প্রমাণের অভাবে এক বিজেপি নেতা সহ সাত মাদক পাচারকারীদের খালাস দেওয়ায় সাহসিকতার জন্য ২০১৮ সালে পাওয়া ‘‌চিফ মিনিস্টার পুলিশ মেডেল’‌ ফেরত দিলেন মনিপুর পুলিশের এএসপি থৌওনাজম বৃন্দা। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠিও দিলেন তিনি। উল্লেখ করা যেতে পারে, ২০১৮ সালে মাদক পাচার কান্ডে এক বিজেপি নেতা সহ সাতজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে ওই মহিলা পুলিশ অফিসার। তার এই সাহসিকতার জন্য ২০১৮ সালের ১৩ আগস্ট মুখ্যমন্ত্রীর হাতে ‘‌চিফ মিনিস্টার পুলিশ মেডেল’ পুরস্কার পান থৌওনাজম বৃন্দা। তার পদন্নোতিও হয়।

যদিও সম্প্রতি সেই অপরাধীদের প্রমাণের অভাবে আদালতে জামিন হয়ে যায়। তারপরেই মেডেল ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন ওই মহিলা পুলিশ অফিসার। এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘‌‘‌আমার মনে হয়েছে আমি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারিনি। এই পদক বা সম্মান পাওয়ার যোগ্য আমি নই। তাই আমার এই পদকটি স্বরাষ্ট্রমন্ত্রককে ফেরালাম।’‌’‌