HighlightNewsদেশ

Lakhimpur-Kheri: লখিমপুরকাণ্ডে সিট প্রধানকে বদলির নির্দেশ

টিডিএন বাংলা ডেস্ক: লখিমপুর খেরিকাণ্ডে তদন্তের এবার নয়া মোড়। এই ঘটনার তদন্তে সিট গঠন করেছিল রাজ্য সরকার। যার নেতৃত্বে ছিলেন ডিআইজি উপেন্দ্র কুমার আগরওয়াল। কিন্তু, শুক্রবার সেই যোগী সরকারই আচমকাই তাঁকে বদলি করল। গোন্ডা রেঞ্জে বদলি করা হয়েছে ডিআইজি উপেন্দ্র কুমার আগারওয়ালকে। যদিও পুলিশ সূত্রে খবর, বদলি করা হলেও সিটের প্রধান হিসেবেই কাজ করবেন উপেন্দ্র।
৩ তারিখ উত্তরপ্রদেশের লখিমপুরে নয়া কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে আশিস মিশ্রর নাম জড়ায়। রাজনৈতিক চাপানউতোরের জেরে ঘটনার ৯দিন পর রাজ্য পুলিশের কাছে হাজিরার দেন মন্ত্রীপুত্র। টানা ১২ ঘণ্টা জেরা করা হয় আশিসকে। কিন্তু পুলিশের অভিযোগ, জেরাতে মোটেই সহযোগিতা করছেন না তিনি। বরং উল্টো তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন। বর্তমানে এই ঘটনায় ধৃতের সংখ্যা ১০ জন। লখিমপুর মামলার তদন্তে সিট গঠন করা হয়। যার নেতৃত্বে ছিলেন লখনউ রেঞ্জের ডিআইজি উপেন্দ্র কুমার আগরওয়াল। এদিন তাঁকেই বদলি করল যোগী সরকার। কেন গোন্ডা রেঞ্জে তাঁকে হঠাৎ বদলি করা হল, তা নিয়ে এখনও রহস্য কাটেনি। তবে শুধু উপেন্দ্রই নন। এদিন রাজ্য পুলিশ আরও পাঁচ আইপিএস-কেও বদলি করেছে।

Related Articles

Back to top button
error: