টিডিএন বাংলা ডেস্ক : মজার ছলে রামলীলার নাট্যরূপ। এমনই অভিযোগের জেরে ক্ষমা চাইল দিল্লি এইমসের পড়ুয়া সংগঠন। তারা জানিয়েছে, কারও ভাবাবেগে আঘাত করতে চায় নি তারা।আগামীদিনে এমন কাজ আর হবে না।
ঠিক কী থেকে এমন কাণ্ড? আসলে সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়।তাতে দেখা যায়, লক্ষ্মণের চরিত্রে যিনি অভিনয় করেছেন তাঁকে উদ্দেশে করে ‘তু চিজ বডি হ্যাঁ মস্ত মস্ত’ গাইছেন সুর্পণখা । সুর্পণখার নাক কেটে দেওয়ার পর লক্ষ্মণ জানতে চান, ‘তুমি জানো, আমার ভাই কে?’ সেইসব ডায়লগ শুনেই দর্শকদের হাসিতে ফেটে পড়তে দেখা গিয়েছে ভাইরাল ভিডিয়োয়।
এমবিবিএস পড়ুয়া শোয়েব আফতাবের নির্দেশনায় ওই নাটকের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপরই শুরু হয় তীব্র সমালোচনা। অভিযোগ ওঠে মজার ছলে হলেও এটা হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে। হিন্দুধর্মকে অবমাননা করা হয়েছে। এরপরই পড়ুয়াদের তরফে একটি বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হয়েছে, ‘এইমসের কয়েকজন পড়ুয়ার রামলীলার অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পড়ুয়াদের তরফ থেকে আমরা ওই অনুষ্ঠানের জন্য আমরা ক্ষমা চাইছি। যে অনুষ্ঠানের মাধ্যমে কারও ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য ছিল না। ভবিষ্যতে যাতে এরকম অনুষ্ঠান না হয়, তা নিশ্চিত করব আমরা।’ উল্লেখ্য, একটি এডুকেশন অ্যাপও এই নাটকের স্পনসর করে। শোয়েব ও ওই অ্যাপ আগেও সমালোচনার শিকার হয়েছেন।