টিডিয়েন বাংলা ডেস্ক : পেগাসাস তদন্ত শেষ করতে আরও কিছুটা সময় লাগবে। এমনই জানালো সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি। সূত্রের খবর তদন্তের অন্তবর্তী রিপোর্ট শীর্ষ আদালতে জমা দিয়েছে ওই কমিটি।
অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনের নেতৃত্বাধীন কমিটির অন্তর্বর্তী রিপোর্ট আগামীকাল সুপ্রিম কোর্টে গৃহীত হতে পারে। ২০২১ এর জুলাই মিডিয়ার তদন্তমূলক রিপোর্টে জানা যায়, ইজরায়েলি সংস্থা এনএসএ-র তৈরি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে ভারতের একাধিক বিরোধী রাজনীতিক, সমাজকর্মী, আইনজীবী, সাংবাদিকের ফোনে আড়িপাতা হয়েছে। অভিযোগ ওঠে, মোদি সরকার পেগাসাস কিনে দেশবাসীর ওপর নজরদারি চালাচ্ছে। একাধিক মামলা হয় সুপ্রিম কোর্টে। অভিযোগ তদন্তের জন্য কমিটি নিয়োগ করে শীর্ষ আদালত। অভিযোগকারীদের অনেকের ফোন ফরেনসিক পরীক্ষার জন্য কমিটির কাছে জমা রাখতে হয় বলে খবর।
প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বে বিচারপতি সূর্যকান্ত ও হিমা কোহলির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ আগামীকাল এই বিষয়ে আবেদন গ্রহণ করবে।