“ভারতের আভ্যন্তরীণ বিষয়”; কৃষক আন্দোলনের সমর্থনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্যের পাল্টা জবাব শিবসেনার ডেপুটি নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীর

টিডিএন বাংলা ডেস্ক: লাগাতার পাঁচ দিন ধরে ভারতের রাজধানীর সীমান্তে চলতে থাকা কৃষক আন্দোলন সম্পর্কে প্রথম বিশ্বনেতা হিসেবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মন্তব্যের পাল্টা জবাব দিলেন শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী। কৃষক আন্দোলনের এই বিষয়টি ভারতের আভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করে মন্তব্য করেন তিনি।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটি টুইট করে শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী লেখেন,”প্রিয় @ জাস্টিন ট্রুডো, আপনার উদ্বেগ আমার মন ছুঁয়ে গেলেও ভারতের অভ্যন্তরীণ বিষয় অন্য দেশের রাজনীতির বিষয়বস্তু নয়। অন্যান্য দেশের প্রতি আমরা যে সৌজন্যে প্রদর্শন করি তার সম্মান করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে অনুরোধ, অন্যান্য দেশ এই বিষয়ে মন্তব্য করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করার আগেই এই সমস্যার সমাধান করুন।”

প্রসঙ্গত, কেন্দ্র সরকারের নয়াকৃষি আইনের প্রতিবাদে লাগাতার পাঁচ দিন ধরে চলতে থাকা দিল্লি সীমান্তে কৃষক আন্দোলনের সমর্থনে বার্তা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গুরু নানক জয়ন্তী উপলক্ষে একটি অনলাইন ইভেন্টে বক্তব্য রাখার সময় ভারতের আন্দোলনরত কৃষকদের প্রসঙ্গে মন্তব্য করেন তিনি। জাস্টিন ট্রুডো বলেন, ভারত থেকে কৃষকদের আন্দোলনের যে খবর আসছে তা খুবই উদ্বেগের বিষয়। আমাদের পরিবার এবং বন্ধুদের সবাই এই বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন। আমি জানি এটা আপনাদের অনেকের জন্যই বাস্তব। এটা সবসময় মনে রাখবেন, শান্তিপূর্ণ ভাবে অধিকারের লড়াইয়ে কানাডা সবসময় সমর্থন করবে।

https://www.instagram.com/p/CIPZ1UeDbsM/?igshid=o83odqer4muf

প্রসঙ্গত, আজ দিল্লি হরিয়ানা সীমান্তে কৃষক আন্দোলনের ষষ্ঠ দিন। লাগাতার পাঁচ দিন ধরে চরম ঠান্ডার মধ্যে নয়াকৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন হাজার হাজার কৃষকরা। দিল্লির ভেতরে প্রবেশের জন্য লাগাতার প্রচেষ্টা করে চলেছেন কৃষক সংগঠনের সদস্যরা।ইতিমধ্যেই দিল্লির সঙ্গে সংযোগকারী সমস্ত রাস্তা সিল করেছেন আন্দোলনকারী কৃষকরা। কৃষকদের এই দিল্লি চলো অভিজান রুখতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান প্রয়োগ করেছে প্রশাসন। কিন্তু সরকারের এই সমস্ত প্রচেষ্টা বিফল করে সীমান্তে দৃঢ়তার সঙ্গে বিক্ষোভ দেখে চলেছেন কৃষকরা। এই পরিস্থিতিতে আজ দুপুর তিনটেয় কৃষকদের সঙ্গে নিঃশর্ত বৈঠকের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।