টিডিএন বাংলা ডেস্ক : আগামী ১৫ ডিসেম্বর থেকে নিয়মিত আন্তর্জাতিক উড়ান চালু করার অনুমতি দিল কেন্দ্র। শুক্রবার সন্ধেয় সেই সিদ্ধান্তের কথায় ঘোষণা করা হয়েছে। যার অর্থ হল, ভারত থেকে অন্যান্য দেশে ও অন্যান্য দেশ থেকে ভারতে আসার বিমান পরিষেবা চালু করা হবে। তবে কোভিড সতর্কতার কারণে আপাতত ১৪টি দেশে নিয়মিত বিমান যাতায়াত করবে না। যার মধ্যে রয়েছে বাংলাদেশ ও চিন।
করোনার দাপট দেশে অনেকটাই নিম্নমুখী। এই পরিস্থিতিতে দেড় বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক বিমান চলাচলে অনুমতি দিল কেন্দ্র। শুক্রবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু হবে। বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, নির্দিষ্ট আন্তর্জাতিক বিমান পরিষেবা যাত্রী এবং মালবাহী বিমানের জন্য চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে পরামর্শ করে। সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে ফের চালু হবে আন্তর্জাতিক উড়ান। দেশে বিমান পরিষেবা স্বাভাবিক হলেও বেশ কয়েকটি দেশকে তালিকা থেকে বাদ রাখা হয়েছে। যে ১৪টি দেশে নিয়মিত বিমান যাতায়াত করবে না, সেই দেশগুলি হল বাংলাদেশ, চিন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বৎসোয়ানা, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে এবং সিঙ্গাপুর। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সুপারিশ মেনেই এই পদক্ষেপ বলে সূত্রের দাবি।
গত বছর মার্চ থেকে ভারতে আসা এবং যাওয়ার সব বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। করোনা পরিস্থিতি দেশে কিছুটা থিতু হতেই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে কয়েকটি দেশের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তির করে সরকার। বর্তমানে ৩১ টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তিতে আবদ্ধ রয়েছে ভারত। এই চুক্তির মাধ্যমে ফের একবার ওড়ান চালানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। তবে ইউরোপের ১৪ টি দেশে এই মুহূর্তে কোভিড পরিস্থিতির নতুন করে অবনতি ঘটছে। সেই কারণে এই দেশগুলিতে এখনও ভারত থেকে বিমান এখনই চালু হচ্ছে না।