আন্তর্জাতিক

সিরিয়া ও ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা : সৌদি আরবের বিদেশ নীতিতে বড়সড় রদবদলের সম্ভাবনা

টিডিএন বাংলা ডেস্ক :  ভূ-রাজনৈতিক কারণে সিরিয়া, ইরান, লেবানের মত দেশ গুলির সঙ্গে সৌদি আরব, আরব আমিরাতের মত দেশ গুলির সম্পর্ক বরাবরই খারাপ। ইতিপূর্বে বহুবার তাদের মধ‍্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা সরাসরি নিজেদের দেশে যুদ্ধে না জড়ালেও মধ্য প্রাচ‍্যের বেশ কিছু দেশের যুদ্ধে তরা পরস্পর বিরোধী জোটে যোগ দিয়ে যুদ্ধে সমরিক ও প্রযুক্তিগত সহযোগিতা করেছে। তারা একে অপরের বিরুদ্ধে হামলা ও ষড়যন্ত্রের অভিযোগ করেছে।

তবে রাজনৈতিক অঙ্গনে যে স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র বলে কিছু হয় না তা বলাই বাহুল্য। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী সৌদি আরব এবার ইরান ও সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছে। তারা এ বিষয়ে উক্ত দেশ গুলির সঙ্গে একাধিক বার যোগাযোগ করেছে। ইতিপূর্বে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও সৌদি আরব ও ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রয়োজনীয়তার কথা বলেছেন এবং এ বিষয়ে তিনি পাকিস্তানের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টার কথা বলেন। এছাড়াও বিভিন্ন দেশ মধ‍্য প্রাচ‍্যের শান্তি ও স্থিতিশীলতার জন‍্য মধ‍্য প্রাচ‍্যের এই দুই শক্তিশালী দেশের মধ‍্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে যাচ্ছে।

উল্লেখ্য যে , ডোনাল্ড ট্রাম্পের পর নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বিদেশনীতিতে ব‍্যাপক পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ইরানের সঙ্গে পরমাণু আলোচনা আবার শুরু করেছে। অন‍্য দিকে বিশেষজ্ঞদের মতে সৌদি আরবের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের সম্পর্কেও কিছু পরিবর্তন এসেছে। এছাড়া সিরিয়া,লিবিয়া, ইয়েমেনের মত বেশ কিছু দেশে সৌদি আরব ও আরব আমিরাতের জোট তাদের লক্ষ্য অর্জনে ব‍্যর্থ হয়েছে।এমতাবস্থায় সৌদি আরব ইরান,সিরিয়া ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুন:নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন সূত্রের দাবি।

Related Articles

Back to top button
error: