আন্তর্জাতিক

মাছের পাহারায় বিড়াল! টুইটারে সাইবার নিরাপত্তার দায়িত্বে জনপ্রিয় ‘হ্যাকার’ পিটার জাটকো

টিডিএন বাংলা ডেস্ক: এ যেন মাছের পাহারায় বিড়াল! এবার টুইটারে সাইবার নিরাপত্তার দায়িত্বে এলেন জনপ্রিয় ‘হ্যাকার পিটার জাটকো ওরফে মাডজ।

সম্প্রতি নিরাপত্তা সংক্রান্ত নানান সমস্যায় পড়ার পরেই ইউজারদের সাইবার নিরাপত্তা কড়াকড়ি করতেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে।
সংস্থার তরফে একটি ট্যুইটে জানানো হয়েছে, মাডজ আসলে টুইটারের নিরাপত্তা সংক্রান্ত স্ট্রাকচার এবং প্র্যাকটিসের দেখভাল করবে। তিনি সরাসরি রিপোর্ট করবেন ট্যুইটারের সিইও জ্যাক ডর্সেকে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আপাতত দেড়-দু’মাস টুইটারের সিকিউরিটি ফাংশনের রিভিউ করবেন জাটকো। সেই রিপোর্ট যাবে সরাসরি ডর্সের কাছে। প্রয়োজনে গোটা ব্যবস্থাই ঢেলে সাজাতে পারেন জাটকো।

Related Articles

Back to top button
error: