আন্তর্জাতিক

সেন্ট্রাল ভিস্টাকে ‘রাক্ষুসে মনুমেন্ট’ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘দাম্ভিক নেতা’ বলে উল্লেখ করল লন্ডনের পত্রিকা

টিডিএন বাংলা ডেস্কঃ একটি ব্রিটিশ সংবাদপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভারতের দাম্ভিক প্রধানমন্ত্রী এবং নির্লজ্জ নেতা’ বলে উল্লেখ করেছে।’দ্য ডেইলি মেইল‘ নামক এই পত্রিকা বৃহস্পতিবার দুই পৃষ্ঠার একটি লেখা প্রকাশ করেছে যাতে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রীর উদ্যোগে যখন সেন্ট্রাল ভিস্টা নামক যে বিশাল প্রাসাদ তৈরি করা হচ্ছে তখন দিল্লিতে কোভিড নাইনটিনের দ্বিতীয় ঢেউ এর প্রভাবে খোদ দিল্লিতেই চিকিৎসার অভাবে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ।

বলা হয়েছে যে অর্থ ব্যয় করে এই রাক্ষসে মনুমেন্ট তৈরি করা হচ্ছে সেই অর্থ দিয়ে কমপক্ষে ৪০ টি বড় হাসপাতাল তৈরি করা যেত যা মানুষের প্রাণ বাঁচানোর জন্য ভারতবর্ষে বর্তমানে একান্ত অপরিহার্য।

ব্রিটিশ পত্রিকার এই লেখার বিরুদ্ধে ভারত এখন কি প্রতিবাদ করে সেটাই দেখার। বিশেষ করে আগামী মাসের ১১ থেকে ১৩ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটিশ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে জি৭ বৈঠকে অংশগ্রহণ করতে যখন লন্ডনে আসছেন তার আগে এই ধরনের আর্টিকেল বিশেষ তাৎপর্যপূর্ণ।

এই নিবন্ধে উল্লেখ করা হয়েছে যখন দিল্লির ৩০ মিলিয়ন মানুষ হসপিটালের বেডে এবং অক্সিজেনের অভাবে কাতরাচ্ছে এবং তাদের প্রিয়জনেরা মৃত্যুর মিছিলে চোখের জল ফেলছে। প্রতিদিন দুই হাজারের অধিক কর্মী দিনরাত মানুষের প্রায়শ্চিত্ত করার কাজে ব্যস্ত। পঞ্চাশটি ফুটবল খেলার মাঠের সমপরিমাণ জায়গাকে যেখানে শ্মশান হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেই রকম এক পরিবেশে সেন্ট্রাল ভিসটার মতো বিকট মনুমেন্ট তৈরি করার কি অর্থ আছে।

এই ব্রিটিশ পত্রিকা দাবি করেছে কভিড নাইনটিনের দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর হয়ে ওঠার জন্য দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেননা, এই ধরনের পরিস্থিতিতে তিনি একের পর এক রাজনৈতিক জনসভা করে গিয়েছেন, ভিড়ে ঠাসা ক্রিকেট ম্যাচ করার অনুমতি প্রদান করেছেন এবং কুম্ভমেলার মত হিন্দু উৎসবকে লাগামছাড়া অনুমতি প্রদান করেছেন। অপরদিকে কোভিড মোকাবেলার জন্য তেমন কোন প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করেননি।

Related Articles

Back to top button
error: