আন্তর্জাতিক

মসজিদুল আল-আকসায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইসলামি বিশ্বকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান এরদগানের

টিডিএন বাংলা ডেস্ক : ফিলিস্তিনের জেরুজালেমে মুসলিমদের পবিত্র স্থাপনা আলআকসা মসজিদে তারাবির নামাজরত মুসলিমদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। পাশাপাশি তিনি ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।

শনিবার এক টুইট বার্তায় এরদোগান ইসরাইলের এমন জঘন্য কাজের তীব্র নিন্দা জানান। তিনি ইসরাইলকে নিষ্ঠুর ও সন্ত্রসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, আমরা সব সময় আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে রয়েছি।

পুরো বিশ্বকে, বিশেষত ইসলামী দেশগুলিকে মসজিদ আল-আকসা, জেরুজালেম এবং ফিলিস্তিনের বাড়িতে হামলার বিরুদ্ধে ইসরায়েল এর হামলার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান এরদোগান।

এর আগে শুক্রবার ফিলিস্তিনে মুসলিমদের পবিত্র আলআকসা মসজিদে তারাবির নামাজের সময় হামলা চালায় ইসরাইলি পুলিশ। হামলায় অন্তত ২০০ জন আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে অনেককেই।

এই হামলার পরই মুসলিম বিশ্বের নেতার প্রতিক্রিয়া জানাতে আহ্বান করেন। পাশাপাশি ইসরাইলের এই নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে জেরুজালেমে ইসরাইলি হামলার প্রতিবাদে শনিবার ইস্তাম্বুলে ইসরাইলি কনস্যুলেটের বাইরে ৩০০ বেশি মানুষ বিক্ষোভ করেন।

Related Articles

Back to top button
error: