আন্তর্জাতিক

বড় সফলতা! ট্রায়ালে অংশ নেওয়া সবার শরীরে অ্যান্টিবডি তৈরি করেছে রাশিয়ার করোনা ভ্যাকসিন

টিডিএন বাংলা ডেস্ক: সফলতা। আশার আলো। রাশিয়ার আবিষ্কার করা করোনা ভাইরাসের ভ্যাকসিন ‘স্পুটনিক-ভি’-এর প্রাথমিক পর্যায়ের ট্রায়ালে অংশ নেওয়া সবার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। শুক্রবার বিশ্বখ্যাত চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, ভ্যাকসিনের এ সাফল্যকে সমালোচকদের বিরুদ্ধে যথাযথ জবাব হিসেবে দেখছে মস্কো।
উল্লেখ্য, করোনাভাইরাসের নিরাপদ টিকা উদ্ভাবনে বিশ্বজুড়ে চলমান প্রতিযোগিতার মধ্যে ১১ আগস্ট বিশ্বের প্রথম ভ্যাকসিন ‘স্পুিনক-ভি’ অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া। সোভিয়েত মহাকাশযানের নামে ভ্যাকসিনটির নামকরণ হয় ‘স্পুতনিক-ভি’।

Related Articles

Back to top button
error: