আন্তর্জাতিক

লন্ডনে শিথিল হচ্ছে লকডাউন

টিডিএন বাংলা ডেস্কঃ অবশেষে বিশ্বের দীর্ঘতম লকডাউন এর অবসান হতে চলেছে লন্ডনে। করোনাভাইরাস এর আক্রমণ অনেকটা কমে যাওয়ায় অবশেষে লন্ডনের বিভিন্ন শহরে লকডাউন শিথিল করা হচ্ছে। ২০২১ সালের শুরু থেকেই লকডাউন এর অধীন ছিল লন্ডন। এই প্রথম এপ্রিল মাসের মাঝামাঝি এসে সেখানে লকডাউন শিথিল করা শুরু হলো। করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে এক বছরে লন্ডনে তিন-তিনবার লকডাউন এর মুখোমুখি হতে হয়। নিউইয়র্ক টাইমসে এ প্রকাশিত সংবাদে জানা যায় লকডাউন শিথিল হওয়ার ফলে ধীরে ধীরে জিম, স্যালন এবং খুচরা বিক্রির দোকান গুলো খুলতে শুরু করেছে। আংশিকভাবে আত্মীয়-স্বজনরা পরস্পরের বাড়িতে যাতায়াত শুরু করেছে। বন্ধু-বান্ধব আবার মেলতে শুরু করেছে। পড়ন্ত বিকেলে মাঠে যুবক যুবতীদের বাস্কেটবল খেলতে দেখা যাচ্ছে। মানুষের মুখের হাসি যেন তার দীর্ঘশ্বাসের পরিসমাপ্তি করছে। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন এটা আমাদের দেশের স্বাধীনতার দিকে অগ্রযাত্রার একটি বড় পদক্ষেপ। প্রথম পর্যায়ে এই অবস্থা চলবে ২১ এপ্রিল পর্যন্ত। তারপর পরিস্থিতি বিবেচনা করে পূর্ণ লকডাউন তুলে নেওয়া যায় কিনা বিবেচনা করা হবে। ইংল্যান্ডের পর স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে ধীরে ধীরে লকডাউন শিথিল করার কথা ভাবা হচ্ছে। যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস প্যানডেমিক বলে অভিহিত করা হবে কিনা ভাবছিল তখন গোটা লন্ডন শহর লকডাউন নামক একটি পরিভাষার সঙ্গে পরিচিত হয়ে ওঠে। প্যারিসে লকডাউন কে লে কনফাইনমেন্ট এবং স্পেনে এল কনফাইনমেন্ট বলে উল্লেখ করা হয়। যদিও করোনাভাইরাসের গর্ভগৃহ চীন সেখানে লকডাউনকে ফেংছেং বলে উল্লেখ করা হয়।

Related Articles

Back to top button
error: