আন্তর্জাতিক

মায়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত : দুর্ঘটনা নাকি নাশকতা জল্পনা চলছেই

টিডিএন বাংলা ডেস্কঃ মায়ানমার সামরিক বাহিনীর একটি বিমান ১৬ জন আরোহী নিয়ে মায়ানমারের সব থেকে বড় শহর মান্দালয়ে একটি দুর্ঘটনার শিকার হয়ে বিধ্বস্ত হয়েছে। ঘটনা স্থলে উদ্ধারকারি দল পৌঁছে গিয়েছে। খবরে প্রকাশ ১৬ জন আরোহীর মধ্যে উর্ধ্বতন কর্মকর্তাসহ ১২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। সামরিক শাসন জারি হওয়ায় মায়ানমারের খবর সাধারণত দেরিতে প্রকাশিত হয়।

উল্লেখ্য যে, ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী এক অভ‍্যুন্থানের মাধ্যমে নির্বাচিত সরকারের কর্মকর্তাদের গ্ৰেফতার করে দেশের শাসন ক্ষমতা দখল করে। অভ‍্যুন্থানের বিরুদ্ধে জনতা দুর্বার আন্দোলন শুরু করলে সেনাবাহিনী অত্যন্ত নিষ্টুরভাবে বল প্রয়োগের মাধ্যমে আন্দোলন দমাতে চেষ্টা করে। ফলে রাজপথে আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে পড়লেও প্রাণ হারায় আট শতাধিক বিক্ষোভকারী।

তবে সামরিক বাহিনীর দমনপীড়নের ফলে রাজপথে আন্দোলন কমলেও ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এরই মধ্যে বেশ কিছু সশস্ত্র গোষ্টি সামরিক শাসনের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ শুরু করেছে। প্রায়ই সামরিক বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের খবর আসছে। তবে এই দুর্ঘটনা শুধুই দুর্ঘটনা নাকি কোনো সশস্ত্র বিদ্রোহী গোষ্টির নাশকতার ফল সেটা এখনও স্পষ্ট নয়।

Related Articles

Back to top button
error: